জাতীয়

আওয়ামী লীগ জনবিচ্ছিন্ন, কাউন্টার প্রোগ্রাম ছাড়া তাদের বিকল্প নেই

চট্টগ্রাম, ৪ মার্চ – আওয়ামী লীগ জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

আজ শনিবার বিকেলে চট্টগ্রাম নগরীর চৌমুহনী মোড়ে অনুষ্ঠিত পদযাত্রা পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ডবলমুরিং থানা বিএনপি এ পদযাত্রা কর্মসূচির আয়োজন করে।

আমীর খসরু বলেন, দেশে আজ নীরব দুর্ভিক্ষ চলছে। মানুষ দুইবেলা খেতে পারছে না। মুরগি এখন চারভাগে ভাগ করে বিক্রি করা হচ্ছে। গরুর মাংস গ্রাম হিসেব করে বিক্রি করছে। আওয়ামী লীগ বাদে দেশের মানুষ কষ্টে আছে। আওয়ামী লীগ জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। তাই এখন তাদের কাউন্টার প্রোগ্রাম দেওয়া ছাড়া আর কোনো বিকল্প নেই।

তিনি বলেন, জাতিসংঘ, মানবাধিকার সংগঠনসহ বিভিন্ন দেশ আওয়ামী লীগের লুটপাট, মানবাধিকার লঙ্ঘন, ভোটাধিকার লঙ্ঘনের কর্মকাণ্ড নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। আইএমএফের লোন নিয়ে তারা কি করছে তাও পর্যবেক্ষণ করছে। তারা যতই চেষ্টা করুক ক্ষমতায় টিকে থাকতে পারবে না। দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচন হবে না।

ডবলমুরিং থানা বিএনপির সভাপতি মো. সেকান্দর হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাদশা মিয়ার পরিচালনায় সমাবেশে নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম সাইফুল আলম, মো. নাজিমুর রহমান, নগর বিএনপির সদস্য সাবেক কাউন্সিলর আবুল হাসেম, বিএনপি নেতা অ্যাডভোকেট কামরুল ইসলাম সাজ্জাদ প্রমুখ বক্তব্য রাখেন।

সমাবেশ শেষে আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে বিএনপি নেতাকর্মীরা চৌমুহনী হয়ে হাজীপাড়া, পানওলা পাড়া, ব্যাপারীপাড়া মোড়, অ্যাক্সেস রোড হয়ে বড়পোল মোড়ে গিয়ে পদযাত্রা শেষ হয়।

সেখান থেকে আমীর খসরু আকবর শাহ থানা বিএনপির আয়োজিত পদযাত্রায় অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন। নগর বিএনপির সদস্য মনজুর আলম চৌধুরী, যুবদলের সভাপতি মোশারফ হোসেন দীপ্তি বক্তব্য রাখেন।

সূত্র: আমাদের সময়
আইএ/ ৪ মার্চ ২০২৩

Back to top button