জাতীয়

৭ মার্চ ঢাকায় সমাবেশ করবে বিএনপি

ঢাকা, ৪ মার্চ – ১০ দফা দাবিতে আগামী ৭ মার্চ (মঙ্গলবার) রাজধানীর নয়াপল্টনে সমাবেশ করবে বিএনপি। ওইদিন দুপুর ২টায় দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ হবে।

সমাবেশে মাইক ব্যবহারের অনুমতি, নিরাপত্তা ও সার্বিক সহযোগিতা চেয়ে আজ শনিবার পুলিশ কমিশনার বরাবর চিঠি দিয়েছে দলটি।

সংবাদমাধ্যমকে এ তথ্য নশ্চিত করেছেন বিএনপির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু।
এদিকে আজ শনিবার সারাদেশের মহানগরের অন্তর্গত থানায় থানায় পদযাত্রা কর্মসূচি পালন করেছে বিএনপি। নিরপেক্ষ সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন ও বর্তমান সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবিতে এই পদযাত্রা হয়।

সূত্র: বিডি প্রতিদিন
আইএ/ ৪ মার্চ ২০২৩

Back to top button