জাতীয়

সংবিধানের বাইরে যাওয়ার সুযোগ নেই, নির্বাচন প্রসঙ্গে আইনমন্ত্রী

ঢাকা, ০৪ মার্চ – নির্বাচন নিয়ে সংবিধানের বাইরে যাওয়ার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। বলেন, ‘বাংলাদেশকে যারা ভালোবাসে, সাংবিধানিক রাজনীতিতে বিশ্বাস করে তারা সংবিধানের নিয়ম মেনেই নির্বাচনে আসবে।’

রাজধানীর বিচার প্রশাসন ইনস্টিটিউটে সহকারী জজদের ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান শেষে শনিবার সকালে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আইনমন্ত্রী। এসময় তিনি নির্বাচন নিয়ে এক প্রশ্নের জবাবে একথা বলেন।

আইনমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ সরকার গণতন্ত্রের ব্যাপারে অঙ্গীকারবদ্ধ। আওয়ামী লীগ সংবিধানে বিশ্বাস করে। সেজন্য আমাদের দল প্রতিজ্ঞাবদ্ধ। সংবিধানের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। কেউ এর ঊর্ধ্বে নয়। যারা সাংবিধানিক রাজনীতিতে বিশ্বাস করে তারা সংবিধানের নিয়ম মেনেই নির্বাচনে আসবে।’

নতুন বিচারকদের পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সের গুরুত্ব তুলে ধরে আইনমন্ত্রী বলেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হলে সব জুলুম-নির্যাতন নির্মূল করা সম্ভব। শাসক ও শাসিতের মধ্যে সুসম্পর্ক সৃষ্টি হবে। দক্ষ মানবসম্পদ উন্নয়নের জন্য প্রয়োজন মানসম্মত প্রশিক্ষণ। সেই লক্ষ্যেই পাঁচ দিনব্যাপী এ প্রশিক্ষণ কোর্স আয়োজন করা হয়েছে।’

প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা নবীন বিচারকদের ভয়ভীতির ঊর্ধ্বে থেকে দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় ভূমিকা রাখার আহ্বান জানান।

বিচার প্রশাসন ইনস্টিটিউটের মহাপরিচালক বিচারপতি বেগম নাজমুন আরা সুলতানা ও আইন সচিব গোলাম সারোয়ার অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন।

সূত্র: ঢাকাটাইমস
আইএ/ ০৪ মার্চ ২০২৩

Back to top button