জাতীয়

বদলে যাওয়া ময়মনসিংহ দেখবেন প্রধানমন্ত্রী

ঢাকা, ০৪ মার্চ – প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বদলে যাওয়া এক নগরী ময়মনসিংহ। দীর্ঘ চার বছর পরে আগামী ১১ মার্চ ময়মনসিংহ যাচ্ছেন শেখ হাসিনা। সার্কিট হাউস ময়দানে জনসভায় ভাষণ দেওয়ার আগে জেলার বিভিন্ন উন্নয়ন কার্মকাণ্ড ঘুরে দেখবেন।

দলীয় সূত্র জানায়, ২০১৮ সালে জাতীয় নির্বাচনের আগে একই স্থানে সমাবেশ বক্তব্য দিয়েছিলেন শেখ হাসিনা।

আওয়ামী লীগ নেতার জানান, দলের সভাপতি শেখ হাসিনার আগমন ঘিরে ব্যস্ত সময় পাড় করেছেন ময়মনসিংহ বিভাগ ও জেলার নেতাকর্মীরা। ২০১৮ সালে ময়মনসিংহ সিটি করপোরেশন করার পরে শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নে পাল্টে যাওয়া নগরবাসী এবার সেই প্রতিদান দিতে প্রস্তুত। শেখ হাসিনার আগমনকে কেন্দ্র করে ব্যানার, ফেস্টুন, তোরণে ছেয়ে গেছে ময়মনসিংহ নগরী।

স্থানীয় নেতাকর্মীরা বলছেন, দীর্ঘ চার বছরে উন্নয়নের ছোঁয়ায় বদলে গেছে পুরো নগরী।

জানা যায়, ময়মনসিংহের প্রতিটি ওয়ার্ডের মূল সড়ক ও অলিগলিতে চলছে সড়ক ও ড্রেনের উন্নয়নের কাজ। সিটি করপোরেশনের সড়ক, ড্র্রেনেজ, অবকাঠামো নির্মাণ ও সেবা উন্নতকরণ প্রকল্পের আওতায় ১ হাজার ৫৭৫ কোটি টাকার প্রকল্পের মধ্যে বিভিন্ন ওয়ার্ডে প্রায় ৫৬৩ কোটি টাকার উন্নয়ন কাজ চলছে। আগামী বছর প্রকল্পের পুরো কাজ শেষ হবে।

এর মধ্যে ৯৭ কিলোমিটার আরসিসি সড়ক, ৭৮ কিলোমিটার বিসি ও দুই কিলোমিটার সিসি সড়ক, ৮৫ কিলোমিটার ড্রেন এবং ৭ কিলোমিটার ফুটপাত তৈরি হচ্ছে। এ ছাড়া অন্যান্য প্রকল্প থেকে ৮০ কিলোমিটার নতুন সড়ক এবং ৪৩ কিলোমিটার ড্রেনের কাজ সম্পন্ন করেছে সিটি করপোরেশন।

ওয়ার্ড কাউন্সিলররা জানান, ইউনিয়ন পরিষদ থেকে সিটিতে যুক্ত হওয়া এলাকাগুলোতে প্রশস্ত সড়ক ও ড্রেন পাল্টে দিয়েছে সেখানের মানুষের জীবনমান। এসব ওয়ার্ডের কোথাও শতভাগ কাজ শেষ হয়েছে, আবার কোথাও রয়েছে চলমান। একই সঙ্গে এত উন্নয়নকাজ আর কখনও হয়নি প্রাচীন এ নগরীতে।

এদিকে বর্জ্য ব্যবস্থাপনায় ঘটেছে বড় পরিবর্তন। শম্ভুগঞ্জের ডাম্পিং স্টেশন এলাকা দিয়ে আগে মানুষ দুর্ভোগ নিয়ে চলাচল করলেও সেটি এখন বদলে গেছে। রাত্রিকালীন বর্জ্য ব্যবস্থাপনা, নগরীর অন্তত ৫০০ টন দৈনিক বর্জ্য সংগ্রহে ক্লিন সিটি এবং মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনায় ট্রিটমেন্ট প্লান্ট করা হয়েছে।

ময়মনসিংহ নগরীর বাসিন্দারা জানান, এ সিটিতে উন্নয়নের ছোঁয়া লাগলেও কিছু সংকট রয়ে গেছে। সড়ক প্রশস্ত না হওয়ায় যানজটের দুর্ভোগ চিরস্থায়ী রূপ নেওয়ার আশঙ্কা রয়েছে।

সিটি করপোরেশনের মেয়র মো. ইকরামুল হক টিটু সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী যে স্বপ্ন নিয়ে ময়মনসিংহবাসীকে সিটি করপোরেশন উপহার দিয়েছেন। সে স্বপ্ন বাস্তবায়নে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করছি। ময়মনসিংহ এখন আধুনিক নগরীতে রুপ নিয়েছে। আর সবই সম্ভব হয়েছে প্রধামন্ত্রী শেখ হানিসা নেতৃত্বগুণে।

সূত্র: ঢাকাটাইমস
আইএ/ ০৪ মার্চ ২০২৩

Back to top button