ভিড়ের চাপে দরজা ভেঙে আ জ ম নাছির আহত
চট্টগ্রাম, ০৪ মার্চ – চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি সদ্যপ্রয়াত মোছলেম উদ্দিন আহমদের স্মরণ সভায় নেতা-কর্মীদের ভিড়ের চাপে কাঁচের দরজা ভেঙে আহত হয়েছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন।
শনিবার বিকেলে চট্টগ্রাম নগরীর কাজীর দেউড়ির ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারের স্মরণ সভা শেষে সন্ধ্যা সোয়া ৬টার দিকে এ ঘটনা ঘটে।
এসময় ওবায়দুল কাদেরসহ ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়াসহ স্থানীয় নেতারা বের হচ্ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেন আ জ ম নাছির উদ্দীনের ব্যক্তিগত সহকারী উজ্জ্বল দত্ত। তিনি বলেন, স্মরণ সভা শেষে ওবায়দুল কাদের ও আ জ ম নাছির উদ্দীনসহ শীর্ষনেতারা বের হচ্ছিলেন। ওই সময় নেতা-কর্মীদের প্রবল চাপে কনভেনশন সেন্টারের তিনটি কাঁচের দরজার মধ্যে একটি ভেঙে পড়ে। এসময় ওবায়দুল কাদের বেঁচে গেলেও তা পড়ে আ জ ম নাছিরসহ কয়েকজন পুলিশ সদস্যের ওপর। নাছির মাথায় আঘাত পাওয়ায় চিকিৎসা নিতে মেডিকেলে গেছেন।
সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ০৪ মার্চ ২০২৩