জাতীয়
সীতাকুণ্ডে অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণ
চট্টগ্রাম, ০৪ মার্চ – চট্টগ্রামের সীতাকুণ্ডে কদমরসুলপুর এলাকায় একটি অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। কুমিরা ফায়ার স্টেশনের গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ করছে।
সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের দায়িত্বরত কর্মকর্তা মো. ফজলে রাব্বি বিস্ফোরণের তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সীমা অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে। এখনও বিস্তারিত জানতে পারিনি।
তবে প্রাথমিক ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর জানা যায়নি।
সূত্র: বাংলাদেশ জার্নাল
এম ইউ/০৪ মার্চ ২০২৩