দক্ষিণ এশিয়া

সোনা ও গহনা কেনার নিয়ম পয়লা এপ্রিল থেকে পরিবর্তন হবে

নয়াদিল্লি, ০৪ মার্চ – ভারতের ভোক্তা বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, আগামী ৩১ মার্চের পর থেকে হলমার্ক ইউনিক আইডেন্টিফিকেশন ছাড়া সোনার গহনা এবং সোনার শিল্পকর্ম বিক্রি করা হবে না।

এদিকে দেশটির ভোক্তা বিষয়ক অধিদপ্তর জানিয়েছে, চার অঙ্ক ও ছয় অঙ্কের হলমার্কিং নিয়ে ভোক্তাদের মধ্যে বিভ্রান্তি দূর করতেই এ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন এ নিয়ম কার্যকর হওয়ার পর আগামী ১ এপ্রিল থেকে শুধুমাত্র ছয় সংখ্যার আলফানিউমেরিক হলমার্কিং বৈধ হবে। এছাড়া স্বর্ণ ও স্বর্ণালঙ্কার বিক্রি হবে না। যা ভোক্তাদের স্বার্থের জন্যই ভোক্তা বিষয়ক অধিদপ্তরের একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। সেইসঙ্গে চার অঙ্কের হলমার্কিং সম্পূর্ণ বন্ধ করা হবে দেশটিতে।

সূত্র: ঢাকা পোস্ট
আইএ/ ০৪ মার্চ ২০২৩

Back to top button