দুই দিনের সফরে ঢাকায় সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার
ঢাকা, ০৪ মার্চ – দুই দিনের সফরে ঢাকায় এসেছেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার। এটি টনির তৃতীয় ঢাকা সফর। আগামী রোববার তার ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।
শুক্রবার সন্ধ্যায় তার ঢাকা আসার তথ্য নিশ্চিত করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা। বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পশ্চিম) সাব্বির আহমেদ চৌধুরী।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য বলছে, সবশেষ ২০১০ সালে ঢাকা সফর করেছিলেন ব্রিটিশ সাবেক প্রধানমন্ত্রী। সে সময় তিনি দুই দিনের সফরে তার স্ত্রী শেরি ব্লেয়ারকে নিয়ে ঢাকায় এসেছিলেন। এর আগে ২০০২ সালে ব্রিটেনের প্রধানমন্ত্রী থাকার সময় রাষ্ট্রীয় সফরে তিনি ঢাকায় এসেছিলেন।
টনি ব্লেয়ার লেবার পার্টি থেকে ১৯৯৭-২০০৭ পর্যন্ত যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ছিলেন। বর্তমানে তিনি টনি ব্লেয়ার ইনস্টিটিউট ফর গ্লোবাল চেইঞ্জ-এর এক্সিকিউটিভ চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। তবে তিনি এবার কেন ঢাকায় এসেছেন সে বিষয়ে মন্ত্রলালয়ের ওই কর্মকর্তা কিছু বলতে পারেননি।
সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ০৪ মার্চ ২০২৩