জাতীয়

কালবৈশাখীর শঙ্কা চলতি মাসেই

ঢাকা, ০৩ মার্চ – চলতি মাসে (মার্চ) শক্তিশালী কালবৈশাখী ঝড় হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

একমাস মেয়াদী আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, চলতি মাসে সামগ্রিকভাবে দেশে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এ মাসে দুই থেকে তিন দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ হালকা অথবা মাঝারি ধরনের এবং একটি শক্তিশালী কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, চলতি মাসে দেশের পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ওপর দিয়ে দুই থেকে তিনটি তাপপ্রবাহ বয়ে যেতে পারে।

এছাড়া দিন এবং রাতের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা সামান্য বেশি থাকতে পারে।

সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ০৩ মার্চ ২০২৩

Back to top button