ক্রিকেট

৪০০ ‘নট আউট’ সাকিব

ঢাকা, ০৩ মার্চ – আরও একটি মাইলফলক স্পর্শ করলেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। দেশের হয়ে দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ৪০০ আন্তর্জাতিক ম্যাচ খেলার গৌরব অর্জন করলেন তিনি।

আজ (শুক্রবার) মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেটিই সাকিবের ৪০০তম আন্তর্জাতিক ম্যাচ। সাকিবের আগে বাংলাদেশের হয়ে এই ক্লাবে ঢুকেছেন কেবল মুশফিকুর রহিম।

মুশফিক আজ ৪২৭তম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমেছেন। এটি মুশফিকের ২৪১তম ওয়ানডে। এছাড়া ৮৪ টেস্ট এবং ১০২টি টি-টোয়েন্টি খেলেছেন উইকেটরক্ষক এই ব্যাটার।

সাকিব আজ খেলতে নেমেছেন ২২৬তম ওয়ানডে। এছাড়া দেশের হয়ে ৬৫ টেস্ট এবং ১০৯টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন বিশ্বসেরা অলরাউন্ডার।

দেশের হয়ে ম্যাচ খেলার হিসেবে তৃতীয় অবস্থানে মাহমুদউল্লাহ রিয়াদ। তিনি আজ আন্তর্জাতিক ম্যাচ খেলছেন ৩৮৮তম। ৫০টি টেস্ট, ২১৭ ওয়ানডে আর ১২১টি টি-টোয়েন্টি ম্যাচ হয়ে গেছে তার।

ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল আন্তর্জাতিক ম্যাচ খেলছেন ৩৭৯তম। টেস্ট ৬৯, ওয়ানডে ২৩২ এবং টি-টোয়েন্টি ৭৮টি তার নামের পাশে।

এছাড়া সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ৩১০টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন দেশের হয়ে (৩৬ টেস্ট, ২২০ ওয়ানডে আর ৫৪ টি-টোয়েন্টি)।

সূত্র: সমকাল
আইএ/ ০৩ মার্চ ২০২৩

Back to top button