বলিউড

বিয়ের পিঁড়িতে বসছেন হৃতিক-সাবা

মুম্বাই, ০৩ মার্চ – বলিউডের আলোচিত প্রেমিকযুগল হৃতিক রোশন ও সাবা আজাদ। প্রায়ই নানান অনুষ্ঠানে একসঙ্গে দেখা যায় তাদের। শোনা যাচ্ছে, চলতি বছরের নভেম্বরেই বিয়ের পিঁড়িতে বসবেন এই জুটি।

সম্প্রতি একটি ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্ট থেকে দাবি করা হয়েছে, হৃতিক ও সাবা তাদের সম্পর্ক পরবর্তী ধাপে নিয়ে যাওয়ার কথা ভাবছেন। খুব সম্ভবত ফাইটারের কাজ শেষ হলেই গাঁটছড়া বাঁধবেন তারা।

প্রসঙ্গত, সুজান খানের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর একাই ছিলেন সুদর্শন এই অভিনেতা। দীর্ঘদিন একা থাকার পর সাবা আজাদের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান তিনি। ইতোমধ্যে নতুন ফ্ল্যাট কিনে একসঙ্গে বাসও করেছেন তারা।

আইএ/ ০৩ মার্চ ২০২৩

Back to top button