মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন প্রফেসর ডাক্তার মানিক সাহা
আগরতলা, ০৩ মার্চ – ত্রিপুরার মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন অধ্যাপক ডা. মানিক সাহা। শুক্রবার (৩ মার্চ) রাজভবনে গিয়ে রাজ্যপাল সত্য দেও নারায়ণ আর্যর হাতে ইস্তফাপত্র তুলে দেন তিনি।
নিয়ম অনুসারে বিধানসভা নির্বাচনের পর নতুন মন্ত্রিসভা গঠনের আগে মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হয়। তাই এদিন তিনি এই ইস্তফাপত্র পেশ করেন।
ইস্তফাপত্র জমা দিয়ে বেরিয়ে আসার সময় ডা. মানিক সাহা উপস্থিত সংবাদ মাধ্যমকে জানান, রাজ্যপাল তার ইস্তফা গ্রহণ করেছেন এবং নতুন মন্ত্রিসভা গঠনের আগে পর্যন্ত তাকে মুখ্যমন্ত্রীর অফিস চালানোর দায়িত্ব দিয়েছেন।
বুধবার (৮ মার্চ) নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণের দিন প্রাথমিক ভাবে ধার্য করা হয়েছে। তবে এই দিন পরিবর্তন হতে পারে আবার না হতে পারে বলেও নিজেই জানিয়েছেন ডা. মানিক সাহা। নতুন মুখ্যমন্ত্রী হিসেবে তিনি শপথ নেবেন বলেও জানিয়ে দেন।
সূত্র: বাংলানিউজ
আইএ/ ০৩ মার্চ ২০২৩