নেশা করতে ‘স্পিরিট খেয়ে’ ঝিনাইদহে প্রাণ গেল ৩ জনের
ঝিনাইদহ, ০৩ মার্চ – ঝিনাইদহের কালীগঞ্জে ‘বিষাক্ত স্পিরিট’ তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে তারা মারা যান।
নিহতরা হলেন- উপজেলার নদীপাড়ার এলাকার হারুনর রশিদের ছেলে জাহাঙ্গীর (৩৫), একই এলাকার অনিল কুমারের ছেলে বিপুল কুমার (৪৫) ও ঢাকালে পাড়ার খোকন মিয়ার ছেলে রাজিব হোসেন (২৫)।
বিপুল কুমারের ভাই নির্মল কুমার জানান, গভীর রাতে তিনি অসুস্থ হয়ে পড়েন। এসময় তাকে কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠায়। সেখানে নেয়ার পথে তিনি মারা যান।
জানা গেছে, রাতে তারা সবাই কালীগঞ্জ বাসস্ট্যান্ড এলাকার একটি হোমিও দোকান থেকে স্পিরিট পান করেন। এরপর অসুস্থ হয়ে পড়েন। পরে বিভিন্ন হাসপাতালে তারা মারা যান।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম মোল্লা জানান, তারা সবাই ‘অ্যালকোহল’ পানে মারা গেছেন বলে স্বজনরা জানিয়েছেন।
কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শিবলী খাতুন জানান, হাসপাতালের রেকর্ড বইয়ে রাজিব হোসেন ‘অ্যালকোহল’ খেয়ে অসুস্থ হয়ে হাসপাতালে এসেছিলেন বলে লিপিবদ্ধ আছে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় যশোরে পাঠানো হয়েছে।
সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ০৩ মার্চ ২০২৩