ক্রিকেট
টস জিতে ইংল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠাল বাংলাদেশ
ঢাকা, ০৩ মার্চ – তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আজ মুখোমুখি হচ্ছে স্বাগতিক বাংলাদেশ ও ইংল্যান্ড। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে বিশ্বচ্যাম্পিয়নদের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল।
প্রথম ওয়ানডের মতো আজও তিন স্পিনার ও দুই পেসার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমানের রয়েছেন সাকিব আল হাসান, তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ।
বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল, লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহীম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও তাইজুল ইসলাম।
সূত্র: কালের কণ্ঠ
আইএ/ ০৩ মার্চ ২০২৩