জাতীয়

‘রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে মধ্যস্থতাকারী হতে পারে ভারত’

নয়াদিল্লি, ০৩ মার্চ – রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করতে পারে ভারত। এমনটি বলেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

জি-২০ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে ভারত সফরে গিয়ে রাজধানী নয়াদিল্লিতে ভারতীয় সংবাদমাধ্যম ডব্লিউআইওএনের সঙ্গে এক সাক্ষাৎকারে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, তারা সীমান্ত সমস্যা নিয়ে কথা বলার সঙ্গে সঙ্গে কোনো গুলি না চালিয়ে সমস্যাগুলো সমাধান করেছে।

ভারত ও চীনের সঙ্গে সম্পর্ক বজায় রাখার বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা একটি ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি বজায় রাখি।

আব্দুল মোমেন আরও বলেন, ভারত মিয়ানমারের বন্ধুদেশ। তাই রোহিঙ্গা সমস্যা সমাধানে ভারত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সূত্র: যুগান্তর
এম ইউ/০৩ মার্চ ২০২৩

Back to top button