ঢাকা

এলিফ্যান্ট রোডে আমেনা ম্যানশনে আগুন

ঢাকা, ০২ মার্চ – রাজধানীর নিউ এলিফ্যান্ট রোডে আমেনা ম্যানশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সাততলা ভবনের তৃতীয় তলায় এ আগুন লাগে। তবে আধা ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

বৃহস্পতিবার সন্ধ্যায় এই তথ্য জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তারা।

কর্মকর্তারা জানান, সন্ধ্যা সোয়া ৭টায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে যান তারা। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের আধা ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন।

তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে এই বিষয়ে এখনো কিছু বলতে পারেনি ফায়ার সার্ভিস। একই সঙ্গে ক্ষয়ক্ষতির তথ্য জানা যায়নি।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ০২ মার্চ ২০২৩

Back to top button