জাতীয়
নির্বাচন ব্যবস্থাপনা এখনও আস্থাভাজন হয়ে ওঠেনি
ঢাকা, ০২ মার্চ – দেশের নির্বাচন ব্যবস্থা এখনও পুরোপুরি আস্থাভাজন হয়ে ওঠেনি বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
বৃহস্পতিবার (২ মার্চ) জাতীয় ভোটার দিবস উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।
সিইসি বলেন, আমরা কিন্তু একটা সংকটে আছি কোনো সন্দেহ নেই। কারণ ভোট নিয়ে আমরা এখনও রাজনৈতিক ঐকমত্য দেখতে পাচ্ছি না। এখানে ঐকমত্য খুব বেশি প্রয়োজন।
সূত্র: জাগো নিউজ
আইএ/ ০২ মার্চ ২০২৩