জাতীয়

১৫ হাজারেরও বেশি বাংলাদেশিকে ভিসা দেবে রোমানিয়া

ঢাকা, ০২ মার্চ – চলতি মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত ১৫ হাজারের বেশি বাংলাদেশিকে রোমানিয়া ভিসা দেওয়ার কথা জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি বিভাগের মহাপরিচালক সেহেলী সাবরীন। বৃহস্পতিবার (২ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।

সেহেলী সাবরীন বলেন, রোমানিয়ার কনস্যুলার প্রতিনিধিদল আগামী ৫ মার্চ ঢাকায় আসবে বলে জানানো হয়েছে। গত বছর রোমানিয়া থেকে একটি কনস্যুলার টিম ঢাকায় তিন মাস অবস্থান করে প্রায় পাঁচ হাজার ৪০০ ভিসা দেয়। উক্ত মিশন সফলভাবে পরিচালিত হওয়ায় আমাদের পররাষ্ট্রমন্ত্রী রোমানিয়ার পররাষ্ট্রমন্ত্রী বরাবর পুনরায় একটি কনস্যুলার মিশন পরিচালনার জন্য অনুরোধ করে চিঠি পাঠালে রোমানিয়ায় বাংলাদেশি নাগরিকদের ভিসা দেওয়া কার্যক্রম পরিচালনার নিমিত্তে মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত (ছয় মাস) ঢাকায় একটি সাময়িক কনস্যুলার মিশন পরিচালনায় আগ্রহ প্রকাশ করে। আশা করা যাচ্ছে যে, ওই সময়ে রোমানিয়া ১৫ হাজারের বেশি বাংলাদেশি নাগরিককে ভিসা দেবে। ইতোমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় ঢাকায় রোমানিয়ার কনস্যুলার মিশন পরিচালনার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করছে।

সূত্র: বাংলানিউজ
এম ইউ/০২ মার্চ ২০২৩

Back to top button