দক্ষিণ এশিয়া

পাকিস্তানের ২ প্রদেশে ৯০ দিনের মধ্যে ভোটের নির্দেশ আদালতের

ইসলামাবাদ, ০২ মার্চ – পাকিস্তানের পাঞ্জাব ও খাইবার পাখতুনখওয়া প্রাদেশিক পরিষদের নির্বাচন ৯০ দিনের মধ্যে করতে হবে বলে রায় দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। বুধবার পাকিস্তানের প্রধান বিচারপতি ওমর আতা বন্দিয়ালের নেতৃত্বে দেশটির শীর্ষ আদালতের পাঁচ সদস্যের বেঞ্চ ৩-২ ব্যবধানে বিভক্ত এই রায় দেয়। খবর ডনের।

এ রায়কে স্বাগত জানিয়েছে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিকে ইনসাফ (পিটিআই)। তারা একে সংবিধানের বিজয় বলে অভিহিত করেছে। এর আগে সোম ও মঙ্গলবার টানা দু’দিন এই বিষয়ের ওপর শুনানি হয় প্রধান বিচারপতি উমর আতা বান্দিয়ালের নেতৃত্বে সুপ্রিম কোর্টের পাঁচ বিচারকের বেঞ্চে। রায়ে ৩-২ ব্যবধানে সিদ্ধান্ত নেন বেঞ্চ। এতে আবেদনকারী স্বস্তি পান। ফলে বিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দাবিই দেশটির শীর্ষ আদালতে টিকে থাকল।

প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের পাঞ্জাব ও খাইবার পাখতুনখাওয়ায় প্রাদেশিক পরিষদের নিয়ন্ত্রণ ছিল পিটিআইয়ের হাতে। তবে চলতি বছরের জানুয়ারিতে আগাম জাতীয় নির্বাচনের দাবি জোরদার করতে প্রাদেশিক গভর্নরদের ওই দুটি অ্যাসেমব্লি ভেঙে দিতে বলেন ইমরান।

পাকিস্তান ঐতিহ্যগতভাবে প্রাদেশিক ও জাতীয় নির্বাচন একসঙ্গে আয়োজন করে থাকে। আর দক্ষিণ এশিয়ার পরমাণু শক্তিধর এই দেশটির পরবর্তী জাতীয় নির্বাচন চলতি বছরের অক্টোবরে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তার আগেই আগাম নির্বাচনের দাবি জোরালো করতে জানুয়ারিতে পাঞ্জাব ও খাইবার পাখতুনখাওয়া প্রাদেশিক পরিষদ ভেঙে দেন ইমরান খান। দেশটির সংবিধান অনুযায়ী, প্রাদেশিক পরিষদ ভেঙে দেওয়ার পরবর্তী ৯০ দিনের মধ্যে সেখানে নির্বাচন হতে হবে।

এর আগে প্রেসিডেন্ট আরিফ আলভি আগামী ৯ এপ্রিল নির্বাচনের দিন ঘোষণা করেছিলেন। সুপ্রিম কোর্টের নির্দেশনায় সেই তারিখ টিকবে বলে মনে হচ্ছে না। কারণ, নির্বাচন কমিশনের সঙ্গে পরামর্শক্রমে তাঁকে নির্বাচনের তারিখ ঘোষণা করতে বলা হয়েছে।

সূত্র: সমকাল
আইএ/ ০২ মার্চ ২০২৩

Back to top button