ভারতের ৩ রাজ্যে বিধানসভা নির্বাচনের ভোটগণনা চলছে
নয়াদিল্লি, ০২ মার্চ – ভারতের ত্রিপুরা, নাগাল্যান্ড ও মেঘালয়ে বিধানসভা নির্বাচনের ভোটগণনা চলছে। আজ বৃহস্পতিবার সকালে এ ভোটগণনা চালু হয়। ত্রিপুরা ও নাাগাল্যান্ডে ভারতের কেন্দ্রীয় ক্ষমতাসীন দল বিজেপি এবং বিজেপি নেতৃত্বাধীন জোট ক্ষমতা ধরে রাখছে বলে মনে করা হচ্ছে। তবে মেঘালয়ে বর্তমান মুখ্যমন্ত্রী কনরাড সংমার ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) এগিয়ে রয়েছে। খবর: টাইমস অব ইন্ডিয়া’র।
বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল পৌনে ১০টা নাগাদ ত্রিপুরায় ৬০ আসনের মধ্যে বিজেপি ৩১টি, সিপিএম ১৪টি, টিপরা মোথা পার্টি ৯টি ও কংগ্রেস তিনটিতে এগিয়ে রয়েছে।
মেঘালয়ের ৬০ আসনের মধ্যে ২৪টিতে এনপিপি, তৃণমূল কংগ্রেস ১২টিতে, বিজেপি ৯টি, কংগ্রেস ছয়টিতে এবং অন্যান্য থেকে আট আসনে এগিয়ে রয়েছে।
নাগাল্যান্ডের ৬০ আসনের মধ্যে এনডিপিপি ২৮টিতে, বিজেপি ১২টিতে এনপিএফ তিনটিতে এবং অন্যান্য থেকে পাঁচ আসনে এগিয়ে রয়েছে।
তিন রাজ্যেই সরকার গঠন করতে ৬০ আসনের মধ্যে ৩১টিতে জয়ের প্রয়োজন পড়বে। গত ১৬ ফেব্রুয়ারি ত্রিপুরায় ৬০ আসনে একযোগে ভোট হয়। ২৮ লাখ ২৪ হাজার ভোটারের মধ্যে ২৪ লাখ ৬৬ হাজার ভোটাধিকার প্রয়োগ করেন। এদিকে মেঘালয় ও নাগাল্যান্ডে গত বুধবার (২৭ ফেব্রুয়ারি) ভোটগ্রহণ হয়।
একইসঙ্গে ভারতের পাঁচ রাজ্যে ছয় আসনে উপনির্বাচনের ভোটগণনাও শুরু হয়েছে আজ বৃহস্পতিবার। গত সোমবার অরুণাচল প্রদেশ, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ুতে একটি করে এবং মহারাষ্ট্রে দুটি আসনে ভোটগ্রহণ হয়।
সূত্র: সমকাল
আইএ/ ০২ মার্চ ২০২৩