উত্তর আমেরিকা
নিউইয়র্কে বহুতল ভবনে ভয়াবহ আগুন, ফায়ার সার্ভিস কর্মীর মৃত্যু
নিউইয়র্ক, ০২ মার্চ – যুক্তরাষ্ট্রে একটি বহুতল ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। বুধবার বাফেলো এলাকায় হয় এ দুর্ঘটনা। উদ্ধারকাজের সময় এক ফায়ার সার্ভিস কর্মীর মৃত্যু হয়েছে। খবর বার্তা সংস্থা রয়টার্সের।
প্রত্যক্ষদর্শীরা জানায়, স্থানীয় সময় বুধবার সকাল ১০টার দিকে ওই ভবনের আগুন ছড়িয়ে পড়ে। কালো ধোঁয়ায় ছেয়ে যায় পুরো এলাকা। ধসে পড়ে ভবনের একাংশ। পরে বিধ্বস্ত অংশে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে।
খবর পেয়ে দ্রুত অভিযানে নামে দমকল বাহিনী। এখনো ধ্বংসস্তূপের মাঝে চলছে উদ্ধার অভিযান। আগুনের উৎস সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে।
সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ০২ মার্চ ২০২৩