পশ্চিমবঙ্গ

জেলবন্দি এসপি সিনহার ফ্ল্যাটে বিপুল পরিমাণ টাকা, সোনা….

কলকাতা, ০২ মার্চ – শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় পশ্চিমবঙ্গের স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) উপদেষ্টা কমিটির সাবেক চেয়ারম্যান শান্তিপ্রসাদ সিনহার বাড়িতে তল্লাশি চালিয়ে দেড় কেজি সোনা ও ৫০ লাখ রুপি জব্দ করা হয়েছে।

বুধবার কলকাতার সার্ভে পার্ক এলাকায় একটি ফ্ল্যাটে অভিযান চালায় ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের কর্মকর্তারা। এসময় প্রায় দেড় হাজার শিক্ষক নিয়োগ সংক্রান্ত নথিও জব্দ করা হয়।

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় বর্তমানে কারাগারে রয়েছেন শান্তিপ্রসাদ সিনহা।

শান্তিপ্রসাদ সিনহা জিজ্ঞাসাবাদে সিবিআইকে জনান, সার্ভে পার্ক এলাকায় তিনি বেনামে ফ্ল্যাট কিনে রেখেছিলেন। সেখানেই লুকিয়ে রাখা ছিল রুপি, সোনা এবং তালিকা।

জনা যায়, এই বিপুল সম্পদ জব্দের ঘটনায় শান্তিপ্রসাদ সিনহাকে জেরা করার প্রস্তুতি নিচ্ছে সিবিআই। এই বিপুল পরিমাণ অর্থ, সোনা এবং চাকরি প্রার্থীর নথি কোথা থেকে এলো, তাই এখন জানার চেষ্টা করছে তদন্তকারী কর্মকর্তারা।

এসএসসি সংক্রান্ত মামলাটি এখন চলছে কলকাতা হাইকোর্টে। শুনানিতে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছিলেন, স্কুলের বেআইনি নিয়োগে বেশিরভাগ ক্ষেত্রে শান্তি প্রসাদ সিনহার নির্দেশে কাজ হয়েছিল।

উল্লেখ্য, গত বছরের ২৩ জুলাই পশ্চিমবঙ্গের সাবেক শিক্ষামন্ত্রী ও ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস নেতা পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা চ্যাটার্জির টালিগঞ্জের অভিজাত ফ্লাট থেকে উদ্ধার হয় প্রায় ২০ কোটি রুপি। ওই ঘটনার ছয় দিন পর ২৮ জুলাই বেলঘরিয়ার অর্পিতার ফ্ল্যাট থেকে উদ্ধার হয় ২৭ কোটি ৯০ লাখ রুপি। ওই ঘটনার পর থেকেই এখন পর্যন্ত রাজ্যের বিভিন্ন এলাকা থেকে রুপি উদ্ধারের ঘটনা চলেছেই।

সূত্র: সমকাল
আইএ/ ০২ মার্চ ২০২৩

Back to top button