মহানগরগুলোর থানা পর্যায়ে শনিবারের পদযাত্রা সফল করার আহ্বান ফখরুলের
ঢাকা, ০১ মার্চ – বিদ্যুৎ-গ্যাস ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে ৪ মার্চ (শনিবার) মহানগর থানা পর্যায়ে পদযাত্রা করবে বিএনপি। এই পদযাত্রা সফল করার আহ্বান জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার (১ মার্চ) বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স সই করা এক বিবৃতিতে এই আহ্বান জানান তিনি।
বিএনপি মহাসচিব বলেন, সরকারের দুর্নীতি, লুটপাট ও ভ্রান্ত নীতির ফলে জনগণ আজ খাদের কিনারায়। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে জনজীবনে নাভিশ্বাস উঠেছে। সঙ্কুচিত হয়ে গেছে জনগণের আয়-রোজগার। ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা নেমে এসেছে। মানুষ ক্রমেই বেকার হয়ে পড়ছে। ক্রমাগতভাবে ক্রয় ক্ষমতা হারিয়ে মানুষ মানবেতর জীবনযাপন করছে। দেশ চরমভাবে বিপর্যস্ত। এমন অসহনীয় পরিস্থিতির জন্য দায়ী বর্তমান সরকার।
তিনি আরও বলেন, জনগণের দুর্দিনে পাশে না থেকে দুর্নীতি ও লুটপাটের কারণে সৃষ্ট ঘাটতি পোষাতে সরকার বিদ্যুৎ, গ্যাস, জ্বালানি তেল এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি করে চলেছে। জনগণ ডাল-ভাত খেতে হিমশিম খাচ্ছে। আর অন্যদিকে জনগণের কাঁধে চেপে বসা শাসকরা ভূরিভোজন করতে ব্যস্ত।
সূত্র: জাগো নিউজ
আইএ/ ০১ মার্চ ২০২৩