সিলেট

ফেঞ্চুগঞ্জ ইউপি নির্বাচন: চেয়ারম্যান পদে প্রার্থীরা যে প্রতীক পেলেন

সিলেট, ০১ মার্চ – আগামী ১৬ই মার্চ অনুষ্ঠিতব্য সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ইউনিয়ন পরিষদের নির্বাচনের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) উপজেলা নির্বাচন কমিশন কার্যালয় প্রতীক বরাদ্দ সম্পন্ন করে।

১নং সদর ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তয়ফুর রহমান (নৌকা)। স্বতন্ত্র প্রার্থীরা হলেন- ইকবাল আহমেদ খান (ঘোড়া), আক্তার আলী (আনারস)।

২নং মাইজগাও ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জুবেদ আহমেদ চৌধুরী (নৌকা)। স্বতন্ত্র প্রার্থীরা হলেন- নুরুল ইসলাম বাসিত (মোটরসাইকেল), জুমাদুল করিম চৌধুরীর (চশমা), মুহিত আহমেদ শাহ (আনারস), ইমরান আহমেদ চৌধুরী (ঘোড়া), আহমেদ বেলায়েত আলম (অটোরিকশা)।

৩নং ঘিলাছড়া ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম (নৌকা)। স্বতন্ত্র প্রার্থীরা হলেন- আফতাব আলী (ঘোড়া), রুকনুজ্জামান চৌধুরী (চশমা), আমিনুর রহমান (টেবিল ফ্যান), আশরাফ আলী খান (আনারস), বুরহান উদ্দিন সিন্দু (মোটর সাইকেল), শেখ মো. আখতার হোসেন (অটোরিকশা)।

৪নং উত্তর কুশিয়ারা ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী লুদু মিয়া (নৌকা)। স্বতন্ত্র প্রার্থীরা হলেন- ফজলুর রহমান (ঘোড়া), আহমেদ জিলু (আনারস), সিরাজুল ইসলাম সাজুল (মোটরসাইকেল), জাতীয় পার্টির সুহেল ইসলাম সুহেল (লাঙ্গল)।

৫নং উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জুনেদ আহমেদ (নৌকা)। স্বতন্ত্র প্রার্থীরা হলেন- আবজাল হোসাইন (ঘোড়া), এমরান উদ্দিন (আনারস)।

সূত্র: সিলেটভিউ২৪
আইএ/ ০১ মার্চ ২০২৩

Back to top button