দক্ষিণ এশিয়া
১২২ বছরের রেকর্ড ভাঙল ফেব্রুয়ারির গরম
নয়াদিল্লি, ০১ মার্চ – ভারতে গত ফেব্রুয়ারি মাসটি ১২২ বছরের মধ্যে উষ্ণতম ফেব্রুয়ারি হিসেবে আখ্যা পেয়েছে। এ মাসে গড়ে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ দশমিক ৫৪ ডিগ্রি সেলসিয়াস।
১৯০১ সাল থেকে ভারতে এত গরম ফেব্রুয়ারি দেখেননি বিশেষজ্ঞরা। উষ্ণতমের দিক পাঁচটি ফেব্রুয়ারি মাস গত ১৪ বছরে দেখা গেছে, যা জলবায়ু সঙ্কটের প্রভাবের ইঙ্গিত দেয়। খবর- হিন্দুস্তান টাইমস।
শুধু উষ্ণতম ফেব্রুয়ারিই নয়, এ বছর আরও তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে ভারতের আবহাওয়া দপ্তর। দেশটিতে তীব্র গরমে কাটবে চলতি গ্রীষ্মকাল।
সূত্র: সমকাল
আইএ/ ০১ মার্চ ২০২৩