ইউরোপ

গ্রিসে দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ২৬

এথেন্স, ০১ মার্চ – উত্তর গ্রিসে যাত্রীবাহী ও মালবাহী দুই ট্রেনের সংঘর্ষে ২৬ জন নিহত ও কমপক্ষে ৮৫ জন আহত হয়েছে। আজ বুধবার (১ মার্চ) ভোরে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা। খবর এপি।

রাজধানী এথেন্স থেকে ৩৮০ কিলোমিটার উত্তরে টেম্পের কাছাকাছি এলাকার ওই সংঘর্ষে একাধিক বগি লাইনচ্যুত হয় ও অন্তত তিনটি আগুনে বিস্ফোরিত হয়।

পার্শ্ববর্তী শহর লারিসার হাসপাতালের কর্মকর্তারা জানিয়েছেন, আহতের মধ্যে অন্তত ২৫ জনের অবস্থা গুরুতর।

ফায়ার সার্ভিসের মুখপাত্র ভ্যাসিলিস ভার্থকোইয়ানিস ‘পরিস্থিতি কঠিন’ বলে উল্লেখ করেন।

রাষ্ট্রীয় টেলিভিশনে থেসালি এলাকার আঞ্চলিক গভর্নর কস্তাস অ্যাগোরাস্টোস সংঘর্ষকে ‘খুব শক্তিশালী’ বলে বর্ণনা করেন এবং বলেন, এটি ‘একটি ভয়ানক রাত’।

তিনি বলেন, ট্রেনটির সামনের অংশ ভেঙে ফেলা হয়েছে। ক্রেন ও বিশেষ সরঞ্জাম দিয়ে ধ্বংসাবশেষ পরিষ্কার করে বগিগুলো সরানো হবে। দুর্ঘটনাস্থলের চারপাশে ধ্বংসস্তূপ পড়ে আছে।

কর্মকর্তারা জানিয়েছেন, উদ্ধার অভিযানে সেনাবাহিনীর সহায়তা চাওয়া হয়েছে।

রেল পরিচালনা সংস্থা হেলেনিক ট্রেন জানিয়েছে, এথেন্স থেকে থেসালোনিকি পর্যন্ত উত্তরগামী যাত্রীবাহী ট্রেনটিতে সংঘর্ষের সময় প্রায় ৩৫০ জন যাত্রী ছিলেন।

সূত্র: বণিক বার্তা
আইএ/ ০১ মার্চ ২০২৩

Back to top button