দ্রুত করোনা রোধ হবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশ্বাস করে না: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
ভ্যাকসিন স্বল্প সময়ের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ থামাতে পারবে না বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
বুধবার (৩ নভেম্বর) ফাইজার-বায়োএনটেকের ভ্যাকসিন ব্যবহারে বিশ্বে প্রথমবারের মতো অনুমোদন দিয়েছে ব্রিটেন। যা আগামী সপ্তাহ থেকে প্রয়োগ করা হবে। একই দিন রাশিয়ার স্পুটনিক-ভি ভ্যাকসিনও আগামী সপ্তাহ থেকে গণহারের প্রয়োগের ঘোষণা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
ভ্যাকসিন নিয়ে এমন আশার খবরের মধ্যে উদ্বেগের কথা জানালো বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংস্থাটির এক বিশেষজ্ঞ মাইক রাইয়ান জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশ্বাস করে না যে, সংক্রমণ রোধে আগামী তিন অথবা ছয় মাসের মধ্যে সবার দোরগোড়ায় টিকা পৌঁছে যাবে।
তিনি আরো বলেন, ‘আমরা আগামী ছয় মাসের মধ্যে যথেষ্ট টিকা পাচ্ছি না। যা দিয়ে মহামারি রোধ করা সম্ভব। কোভিড মোকোবিলায় আপাতত সামাজিক দুরত্বের কোন বিকল্প নেই। এজন্য সামাজিক দুরত্বে প্রতি সবাইকে শ্রদ্ধা দেখাতে হবে। সংস্থাটি এর আগেও সতর্ক করে আসছে যে করোনার সংক্রমণ রোধে মাস্ক ব্যবহার জরুরি।
মহামারি মোকাবিলায় বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠান টিকা আবিষ্কারে চেষ্টা চালিয়ে যাচ্ছে। এর মধ্যে মডার্না, স্পুটনিক, ফাইজারসহ বেশ কয়েকটি ভ্যাকসিন এগিয়ে রয়েছে। বিশ্বে এ পর্যন্ত ৬ কোটি ৪৫ লাখের বেশি মানুষ কোভিডে আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ১৫ লাখের কাছাকাছি।
সূত্রঃ সময় নিউজ
আডি/ ০৩ ডিসেম্বর