বলিউড

শুটিংয়ে আহত সামান্থা

হায়দ্রাবাদ, ২৮ ফেব্রুয়ারি – ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর হাতের আঙুল থেকে রক্ত ঝরছে এবং কব্জির কাছে জখমের দাগ। এ রকম একটি ছবি ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করেছেন তিনি। ছবির ক্যাপশনে সামান্থা লিখেছেন- ‘অ্যাকশনের বিশেষ সুবিধা।’ তাকে আহত দেখে উদ্বেগ প্রকাশ করছেন তার ভক্তরা। মঙ্গলবার ‘সিটাডেল’ সিরিজের শুটিং সেটে আঘাত পান তিনি। খবর হিন্দুস্তান টাইমসের।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, সামান্থা আমেরিকান টিভি সিরিজ ‘সিটাডেলের’ ভারতীয় সংস্করণে অভিনয় করছেন। তাকে চিত্রনাট্য অনুযায়ী প্রচুর স্ট্যান্ট পারফর্ম করতে হচ্ছে; কিন্তু বডি-ডাবলে খুব বেশি আস্থা নেই তার। যতটা সম্ভব নিজেই শট দেওয়ার চেষ্টা করেন। মঙ্গলবার যথারীতি সেটের সামনে উপস্থিত হন তিনি। আর একটি অ্যাকশন দৃশ্যের শট দিতে গিয়ে আঘাত পান দক্ষিণী সুন্দরী।

গত ৯ জানুয়ারি মুক্তি পেয়েছে সামান্থা অভিনীত ‘শকুন্তলা’ সিনেমার ট্রেইলার। ‘শকুন্তলা’ একটি মিথলজিক্যাল ড্রামা ধর্মী ছবি। সবকিছু ঠিক থাকলে আগামী ১৪ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পাবে তেলেগু ভাষার এ সিনেমা।

আইএ/ ২৮ ফেব্রুয়ারি ২০২৩

Back to top button