মধ্যপ্রাচ্য

সুইডেনের ন্যাটোর সদস্য হওয়া নিয়ে যা বলল তুরস্ক

আঙ্কারা, ২৭ ফেব্রুয়ারি – তুরস্ক সমর্থন না করায় আটকে আছে সুইডেন ও ফিনল্যান্ডের ন্যাটোর সদস্য পদ। চলতি বছরের জানুয়ারিতে সুইডেনের রাজধানী স্টকহোমে পবিত্র কুরআন পোড়ানোর প্রতিবাদে এ সংক্রান্ত আলোচনা স্থগিত করে আঙ্কারা।

তবে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগ্লু সোমবার বলেছেন, সুইডেন ও ফিনল্যান্ডের সঙ্গে বিষয়টি নিয়ে আগামী ৯ মার্চ আলোচনা অনুষ্ঠিত হবে।

আঙ্কারায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী বলেন, তৃতীয় পর্যায়ের এ বৈঠক হবে ব্রাসেলসে। এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী পিটার সিজ্জার্তো।

এর আগে গত বছরের জুন মাসে স্পেনের মাদ্রিদে একটি ত্রিপক্ষীয় প্রোটোকল স্বাক্ষরিত হয়। ওই চুক্তি অনুয়ায়ী তুরস্কের দেওয়া শর্ত বাস্তবায়ন করার কথা সুইডেনের।

কাভুসোগ্লু বলেন, মাদ্রিদে স্বাক্ষরিত প্রোটোকল অনুযায়ী সুইডেন তার প্রতিশ্রুতি পূরণ না করার আগ পর্যন্ত সম্মতি দেওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। তবে ফিনল্যান্ডের বিষয়টিকে আন্তরিকভাবে দেখা হচ্ছে বলেও জানান তুর্কি পররাষ্ট্রমন্ত্রী।

সূত্র: যুগান্তর
এম ইউ/ ২৭ ফেব্রুয়ারি ২০২৩

Back to top button