আইন-আদালত

টিপু-প্রীতি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ফের পেছাল

ঢাকা, ২৭ ফেব্রুয়ারি – আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু ও কলেজছাত্রী সামিয়া আফরান প্রীতি হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন ফের পেছানো হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল করতে না পারায় সোমবার (২৭ ফেব্রুয়ারি) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী আগামী ১৬ এপ্রিল নতুন দিন ধার্য কারণে।

গত বছরের ২৪ মার্চ রাতে শাহজাহানপুর ইসলামী ব্যাংকের পাশে বাটার শো-রুমের সামনে শাহজাহানপুরে মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক টিপুকে গুলি করে হত্যা করা হয়। এসময় রিকশায় থাকা প্রীতি (১৯) নামে এক কলেজছাত্রীও নিহত হন।

এ ঘটনার ওইদিন রাতেই টিপুর স্ত্রী ফারহানা ইসলাম ডলি বাদী হয়ে হত্যা মামলা করেন। এতে অজ্ঞাতদের আসামি করা হয়। পরে এ মামালায় শুটার মাসুম মোহাম্মদ ওরফে আকাশকে গ্রেপ্তারের হওয়ার পর মূল পরিকল্পনাকারী হিসেবে মুসার নাম উঠে আসে।

গত ৯ জুন মুসাকে ওমান থেকে দেশে ফিরিয়ে নিয়ে আসে গোয়েন্দা পুলিশ। এরপর ওই মাসের ২৪ তারিখ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় মুসা।

সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ২৭ ফেব্রুয়ারি ২০২৩

Back to top button