ঢালিউড

সম্মাননা পদকে ভূষিত হলেন চিত্র পরিচালক হাবিবুল ইসলাম হাবিব

নারায়ণগঞ্জ, ২৭ ফেব্রুয়ারি – বাংলা চলচ্চিত্রের সোনালী দিন ফিরিয়ে আনতে সারাদেশের তিনশো সংসদীয় আসনে সিনেপ্লেক্স নির্মানে সরকারের দৃষ্টি আকর্ষণে দীর্ঘ দিন দাবি জানিয়ে আসছিলেন খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা হাবিবুল ইসলাম হাবিব এবং তা বাস্তবায়নের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

চলচ্চিত্র শিল্পে অসামান্য অবদান রাখায় বাংলাদেশ ফিল্ম এন্ড মিডিয়া সোসাইটির সভাপতি চলচ্চিত্র নির্মাতা হাবিবুল ইসলাম হাবিবকে সম্মাননা পদকে ভূষিত করেছে স্বেচ্ছাসেবী সংগঠন খোকা খুকুর আসর।

শনিবার ২৫ ফেব্রুয়ারী নারায়ণগঞ্জস্থ চাষাড়া সদর ডাকবাংলো মিলনায়তন হলে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে খোকা খুকুর আসর কর্তৃক আয়োজিত গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে সিনেমা যোদ্ধা হিসেবে খ্যাতিমান চলচ্চিত্র পরিচালক হাবিবুল ইসলাম হাবিবকে সংবর্ধিত করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান বাবু চন্দন শীল।

এন এ/ ২৭ ফেব্রুয়ারি

Back to top button