গাইবান্ধা

গাইবান্ধায় বস্তাভর্তি সরকারি বই বিক্রির সময় জনতার হাতে ধরা

গাইবান্ধা, ২৭ ফেব্রুয়ারি – ভাঙ্গারির দোকানে সরকারি বই বিক্রি করতে গিয়ে প্রধান শিক্ষক চামেলি বেগম ও নৈশ্যপ্রহরী উত্তম কুমারকে ৪২৭টি মাধ্যমিক শাখার বইসহ হাতেনাতে আটক করেছে স্থানীয় লোকজন। রোববার সন্ধ্যা সাতটার দিকে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার হরিরামপুর ইউনিয়নের শাহজাহান শেখের ভাঙ্গারির দোকানে বই বিক্রির সময় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে হরিরামপুর দ্বালিকা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের নৈশ্যপ্রহরী উত্তম কুমার ও জুনিয়র শিক্ষক (বর্তমান প্রধান শিক্ষক দাবিদার) চামেলি বেগম বস্তাভর্তি (২০২২–২৩ শিক্ষাবর্ষের) মাধ্যমিক শাখার ৪২৭টি সরকারি বই বিক্রির উদ্দেশ্যে স্থানীয় শাহজাহান শেখের ভাঙ্গারির দোকানে নিয়ে যায়। ওজন করার সময় বইগুলো দেখে স্থানীয় লোকজনের সন্দেহ হয়। পরে তারা স্থানীয় ইউপি সদস্য ফিরোজ কবিরকে খবর দেন। ফিরোজ কবির উপস্থিত হয়ে ঘটনার সত্যতা জানার পর বইগুলো জব্দ করার পাশাপাশি তাদের দু’জনকে আটক করে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে মুঠোফোনে জানান। কিন্তু মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহ আলম পারভেজ ফোনে ওই শিক্ষিকাকে বইগুলো স্কুলে ফেরত নিয়ে যেতে বলেন।

এসময় চামেলি বেগম জানান, ‘বিদ্যুৎ বিল ও সাউন্ড বক্স ঠিক করার জন্য বইগুলো বিক্রির জন্য দেয়া হয়েছিল’। এসময় মাধ্যমিক স্যার বইগুলো স্কুলে ফেরত নিয়ে যেতে বলেছেন’ বলে স্থানীয়দের কাছে তিনি অনুরোধ করেন।

গোবিন্দগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহ আলম পারভেজ বলেন, ‘বইগুলো বিদ্যালয়ে নিয়ে যেতে বলা হয়েছে। আগামীকাল প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এ বিষয়ে রোববার রাত ১১টার দিকে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রোকসানা বেগম মুঠোফোনে জানান, ‘বিষয়টি তিনি অবগত হয়েছেন মাত্র। পারিবারিক ব্যস্ততার কারণে এর বেশি আর খোঁজ নিতে পারেননি। তবে তিনি জানান, কিছুদিন আগেই ঘটে যাওয়া গাইবান্ধার আরেক উপজেলা সুন্দরগঞ্জে বিপুল পরিমাণ সরকারি বই চুরির ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে। আজ সোমবার সেই মামলার শুনানি রয়েছে। গোবিন্দগঞ্জের ঘটনাতেও কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’

গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ হোসেন মুঠোফোনে বলেন, ‘আমি সারাদিন জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ছিলাম। সেখানে বিভাগীয় কমিশনারের সঙ্গে মিটিং ছিল। আপনি শিক্ষা কর্মকর্তার সঙ্গে কথা বলুন।’

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ২৭ ফেব্রুয়ারি ২০২৩

Back to top button