জাতীয়

আবারও করোনায় আক্রান্ত আইসিটি প্রতিমন্ত্রী

ঢাকা, ২৭ ফেব্রুয়ারি – তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক আবারও করোনায় আক্রান্ত হয়েছেন।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ৮টায় প্রতিমন্ত্রী নিজেই এক ফেসবুক পোস্টে এ খবর জানান।

পলক জানান, সোমবার মন্ত্রিপরিষদ সভা থাকায় রোববার করোনাার নমুনা পরীক্ষা করিয়েছিলেন তিনি। পরীক্ষায় করোনা পজিটিভ আসে তার। আর আক্রান্ত হওয়ার খবর জানতে পেরে বর্তমানে নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন বলে জানান তিনি।

এছাড়া গত কয়েকদিনে যারা তার সংস্পর্শে ছিলেন তাদের করোনার নমুনা পরীক্ষারও আহ্বান জানিয়েছেন তিনি।

তিনি আরও বলেন, গত কয়েকদিনে আমার সংস্পর্শে যারা ছিলেন তাদের সবাইকে করোনার নমুনা পরীক্ষাসহ স্বাস্থ্যবিধি মেনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন প্রতিমন্ত্রী।

এর আগে, ২০২২ সালের ৫ জানুয়ারি দুই ছেলেসহ করেনায় আক্রান্ত হওয়ার কথা জানিয়েছিলেন প্রতিমন্ত্রী।

সূত্র: দেশ রূপান্তর
আইএ/ ২৭ ফেব্রুয়ারি ২০২৩

 

Back to top button