ইউরোপ

যৌথ বাহিনীর কমান্ডারকে বরখাস্ত করলেন জেলেনস্কি

কিয়েভ, ২৭ ফেব্রুয়ারি – রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে অংশ নেওয়া ইউক্রেনের যৌথ বাহিনীর কমান্ডারকে বরখাস্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

রোববার এক আদেশে ইউক্রেনের প্রেসিডেন্ট ঘোষণা করেন। খবর সিএনএনের।

বরখস্ত হওয়া মেজর জেনারেল অ্যাডওয়ার্ড মিখাইলোভিচ মোসকালভ গত মার্চে এই পদে নিযুক্ত হয়েছিলেন। তিনি লেফটেন্যান্ট জেনারেল ওলেক্সান্ডার পাভলিউকয়ের স্থলাভিষিক্ত সামরিক প্রশাসনের প্রধান হিসেবে নিযুক্ত হন।

তবে জেলেনস্কি মোসকালভের বরখাস্তের বিষয় কোনো ব্যাখ্যা প্রদান করেননি, এটি তার প্রশাসনের সাম্প্রতিক নেতৃত্বের পরিবর্তনের একটি দীর্ঘ লাইনের সর্বশেষ ঘটনা।

ইউক্রেনীয় কর্তৃপক্ষ দেশটিতে দুর্নীতিবিরোধী অনুসন্ধান এবং ক্র্যাকডাউনের একটি সিরিজ পরিচালনা করেছে। তবে মোসকালভের বরখাস্ত দুর্নীতি নির্মূলের পদক্ষেপের সঙ্গে যুক্ত কিনা তা এখনো স্পষ্ট করে কিছু জানা যায়নি।

সূত্র: যুগান্তর
আইএ/ ২৭ ফেব্রুয়ারি ২০২৩

Back to top button