দক্ষিণ এশিয়া

আইএমএফের শর্তে রাজি পাকিস্তান, সুদ বেড়ে ১৯%

ইসলামাবাদ, ২৭ ফেব্রুয়ারি – অর্থনৈতিক সংকটে টালমাটাল দক্ষিণ এশিয়ার দেশ পাকিস্তান। সংকট সামাল দিতে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) দিকে তাকিয়ে আছে দেশটি। আর এজন্য পূরণ করতে হচ্ছে একের পর এক শর্ত।

রোববার (২৬ ফেব্রুয়ারি) পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, আইএমএফের তহবিল পেতে পাকিস্তানের অভ্যন্তরীণ ঋণের সুদের হার আরও দুই শতাংশ বাড়াতে সম্মত হয়েছে দেশটির কর্তৃপক্ষ।

আইএমএফের কাছে ৬.৫ বিলিয়ন ডলার সহায়তা চেয়েছিল পাকিস্তান। ঋণের সুদের হার বাড়ানোর সিদ্ধান্তের ফলে আইএমএফের কাছ থেকে তহবিল সহায়তার একটা অংশ (প্রায় ১.১ বিলিয়ন ডলার) পাবে দেশটি। তবে পাকিস্তানের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, এর ফলে দেশটির অভ্যন্তরীণ ঋণের সুদের হার প্রায় ১৯ শতাংশে উন্নীত হবে। যদিও দেশটিতে ঋণের সুদের হার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল ১৯৯৬ সালের অক্টোবরে। সে বছর এই হার হয়েছিল ১৯.৫ শতাংশ।

পাকিস্তানের অর্থ মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, চলতি মাসের শুরুতে পাকিস্তান সরকার ও আইএমএফের প্রতিনিধি দল কোনো চুক্তি ছাড়াই ৬.৫ বিলিয়ন ডলার তহবিল সহায়তার বিষয়ে নবম পর্যালোচনা বৈঠক শেষ করে। এ সময় উভয়পক্ষের মধ্যে একটি কারিগরি পর্যায়ের আলোচনা হয়।

তবে বিদ্যুৎ খাতের কয়েকটি বিষয় নিয়ে পাকিস্তান সরকার ও আইএমএফ কর্মকর্তাদের মধ্যে আলোচনা চূড়ান্ত পর্যায়ে ছিল। পাকিস্তান সরকার আশা করেছিল, আইএমএফের দেওয়া শর্তগুলো ধীরে ধীরে বাস্তবায়নের বিষয়ে সংস্থাটিকে বোঝাতে সক্ষম হবে। কিন্তু আইএমএফের প্রতিনিধি দলের ১০ দিনের পাকিস্তান সফরের সময় ইসলামাবাদের আশা ভেস্তে যায়।

সূত্র: দেশ রূপান্তর
এম ইউ/ ২৭ ফেব্রুয়ারি ২০২৩

Back to top button