ইউরোপ

১ বছরে রুশ ধনীরা খুইয়েছে ৬৭ বিলিয়ন ডলার

মস্কো, ২৬ ফেব্রুয়ারি – রাশিয়া ও ইউক্রেনের মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধ শুধু প্রাণই কেড়ে নিচ্ছে না, কোটি কোটি ডলার হারাচ্ছেন বিশ্বের ধনীরা। গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। এরপর গত এক বছরে রুশ ২৩ ধনী খুইয়েছে ৬৭ বিলিয়ন বা প্রায় সাত হাজার কোটি ডলার। ২০২২ সালের ২৩ ফেব্রুয়ারি তাদের সমন্বিত অর্থ ছিল ৩৩৯ বিলিয়ন ডলার। খবর ব্লুমবার্গের।

রাশিয়ায় সবচেয়ে বেশি অর্থ হারিয়েছেন অ্যালেক্সি মোর্দাশভ। তিনি সেভারস্টাল পিজিএসসি-এর প্রধান মালিক। কোম্পানিটি স্টিল তৈরিকারীদের মধ্যে অন্যতম। যুদ্ধ শুরু হওয়ার পর তিনি হারিয়েছেন ৬ দশমিক ৭ বিলিয়ন ডলার। বর্তমানে তার সম্পত্তির পরিমাণ ১৯ দশমিক ৮ বিলিয়ন ডলার। তাছাড়া আলেক্সি মোর্দাশভ রাশিয়ার চতুর্থ ধনী ব্যক্তি।

অর্থ হারানোর ক্ষেত্রে দ্বিতীয় অবস্থানে রয়েছেন আরেক স্টিল তৈরিকারক ভ্লাদিমির লিসিন। তিনি হারিয়েছেন ৫ দশমিক ৮ বিলিয়ন ডলার। এখন তার সম্পত্তির পরিমাণ ২০ দশমিক ৫ বিলিয়ন ডলার।

তবে বিপরীত চিত্র দেখা গেছে, রুশ ধনী আন্দ্রে গুরিয়েভের ক্ষেত্রে। এই সময়টিতে শেয়ারের দাম বেড়ে যাওয়ায় তার সম্পত্তি বেড়েছে দুই দশমিক এক বিলিয়ন ডলার।

এদিকে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন বন্ধে চীন সরকারের সঙ্গে কথা বলতে আগামী এপ্রিলে দেশটি সফরে যাবেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ। ফরাসি প্রেসিডেন্টের চীন সফরের এ ঘোষণা এলো শনিবার (২৫ ফেব্রুয়ারি)। এর আগে দীর্ঘ একবছর ধরে চলা যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে ১২ দফা শান্তি পরিকল্পনার প্রস্তাব দেয় চীন।

সূত্র: জাগো নিউজ
আইএ/ ২৬ ফেব্রুয়ারি ২০২৩

Back to top button