জাতীয়
কৃষি বিপণন অধিদপ্তরের নতুন মহাপরিচালক মো. মাসুদ করিম
ঢাকা, ২৬ ফেব্রুয়ারি – কৃষি বিপণন অধিদপ্তরের নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মাসুদ করিম।
রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক হয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আবুল কালাম আজাদ।
একই প্রজ্ঞাপনের মাধ্যমে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক হয়েছেন বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার শীর্ষক প্রকল্পের প্রকল্প পরিচালক মো. রেজাউল করিম।
সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ২৬ ফেব্রুয়ারি ২০২৩