মডেল চোইয়ের খণ্ডিত লাশ উদ্ধার, স্বামীসহ ৪ জন গ্রেপ্তার
নেই, ২৬ ফেব্রুয়ারি – হংকংয়ের জনপ্রিয় মডেল অ্যাবি চোইয়ের খণ্ডিত একটি পা ফ্রিজ থেকে উদ্ধার করেছে পুলিশ। তার মাথা, হাত ও শরীরের খোঁজ এখনো মেলেনি। খবর রয়টার্সের।
পুলিশ জানায়, দেশটির একটি গ্রামের বাড়িতে খণ্ডিত এই পা পাওয়া গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত চারজনকে গ্রেফতার করা হয়েছে।
বেশ কিছুদিন ধরেই তিনি নিখোঁজ ছিলেন। গত ২২ ফেব্রুয়ারি অ্যাবি চোইয়ের নিখোঁজ হওয়ার খবর পায় পুলিশ। শনিবার তার সাবেক স্বামীকে চোই হত্যার অভিযোগে গ্রেফতার করে পুলিশ। নৌকায় করে শহর ছেড়ে যাওয়ার চেষ্টা করার সময় গ্রেফতার করা হয় তাকে। এর একদিন আগে সাবেক শ্বশুর-শাশুড়ি ও চাচা-শ্বশুরকে গ্রেফতার করা হয়।
রয়টার্স জানায়, চোইয়ের দেহাবশেষ লুং মেই গ্রামের একটি বাড়ির ফ্রিজে পাওয়া গেছে। তাকে সর্বশেষ ২১ ফেব্রুয়ারি কাউলুন সিটিতে দেখা গিয়েছিল।
পুলিশ আরও জানায়, ওই বাড়িতে এখনো অ্যাবির শরীরের কিছু অংশের সন্ধান চলছে। ঘটনাস্থল থেকে মাংসের টুকরো, একটি বৈদ্যুতিক করাত এবং মামলার সঙ্গে সন্দেহজনক কিছু পোশাক জব্দ করা হয়েছে।
সূত্র: যুগান্তর
আইএ/ ২৬ ফেব্রুয়ারি ২০২৩