আইন-শৃঙ্খলার অবনতি হলে নীরব দর্শক হয়ে থাকবেন না রাজ্যপাল, নিশীথকাণ্ডে কড়া বার্তা রাজভবনের
কলকাতা, ২৬ ফেব্রুয়ারি – কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলার ঘটনায় এবার কড়া রাজভবন। নিশীথ প্রামাণিকের কনভয়ে শনিবারের হামলার ঘটনায় প্রশাসনের কাছে রিপোর্ট তলব করলেন রাজ্যপাল সি.ভি আনন্দ বোস। রাজভবনের তরফে বিবৃতি জারি করে রাজ্যপাল আনন্দ বোস স্পষ্টত জানিয়েছেন, আইন-শৃঙ্খলার অবনতি হলে তিনি চুপ থাকবেন না। তিনি আরও বলেন, প্রতিবাদ গণতন্ত্রের অংশ কিন্তু হিংসা নিয়ম-বিরুদ্ধ। তাই কোনভাবে রাজ্যে আইন-শৃঙ্খলার অবনতি মেনে নেবেন না। অবিলম্বে নিশীথ প্রামাণিকের হামলার ঘটনার পুঙ্খানিপুঙ্খ রিপোর্ট তলব করেছেন তিনি।
এদিন রাজভবনের তরফে জারি করা বিবৃতিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কনভয়ের উপর হামলার ঘটনার কড়া নিন্দা জানানো হয়েছে। এটা ‘গণতন্ত্রের উপর হামলা’ বলে মন্তব্য করেছেন রাজ্যপাল। তিনি বলেন, “যে ভূমি সভ্যতা এবং সংস্কৃতির কেন্দ্র হিসাবে পরিচিত, সেই রাজ্যে এই ধরনের ঘটনায় আমি মর্মাহত। প্রতিবাদ নিশ্চিতভাবে গণতন্ত্রের এক জরুরি শর্ত। কিন্তু হিংসা কোনও সভ্য সমাজের নিদর্শন নয়।” গোটা ঘটনাটি নিয়ে রাজ্যপাল ব্যক্তিগতভাবে জিজ্ঞাসাবাদ করেছেন এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছেন বলেও রাজভবনের তরফে দেওয়া বিবৃতিতে জানানো হয়েছে।
রাজ্যপাল সি.ভি আনন্দ বোস এদিনের বিবৃতিতে আরও জানিয়েছেন, রাজ্যের বিভিন্ন জায়গায় ৩৫৬ ধারা লাগু করার জন্য অনেকেই তাঁর কাছে আবেদন জানিয়েছেন। তাই আইন-শৃঙ্খলা রক্ষায় কোনও গাফিলতি হলে বরদাস্ত করা হবে না জানিয়ে পুলিশ-প্রশাসনকে নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলার ঘটনায় কড়া পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন। পুলিশ-প্রশাসনের প্রতি রাজ্যপালের কড়া বার্তা, “ম্যাজিস্ট্রেট হোক বা পুলিশ, ভয় না পেয়ে তাদের করণীয় কর্তব্য পালন করুক। সমাজবিরোধী, যারা আইন হস্তগত করতে চাইছে , তাদের কড়া হাতে মোকাবিলা করতে হবে এবং হিংসার শিকড় উপড়ে ফেলতে হবে।”
উল্লেখ্য, শনিবার দিনহাটায় কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর কনভয়ে হামলার ঘটনার পরই রাজভবনে গিয়ে রাজ্যপাল সি.ভি আনন্দ বোসের সঙ্গে দেখা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্যের বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করার পাশাপাশি নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলার ঘটনার উল্লেখ করে রাজ্যের আইন-শৃঙ্খলার অবনতি ঘটেছে বলেও ক্ষোভ প্রকাশ করেন শুভেন্দু।
সূত্র: টিভি নাইন
আইএ/ ২৬ ফেব্রুয়ারি ২০২৩