দক্ষিণ এশিয়া

পাকিস্তানে ওষুধের জন্য হাহাকার, অস্ত্রোপচার হচ্ছে না হাসপাতালে

ইসলামাবাদ, ২৬ ফেব্রুয়ারি – নজিরবিহীন অর্থনৈতিক সংকটে জর্জরিত পাকিস্তান। দেশটিতে চরম মুদ্রাস্ফীতি, রাজনীতিতে অস্থিরতা ও নিরাপত্তা ব্যবস্থার বেহাল দশার মধ্যে স্বাস্থ্যপরিষেবায় ভয়ঙ্কর দৃশ্য সামনে এসেছে। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির রোগীরা চিকিৎসার জন্য প্রয়োজনীয় ওষুধ পাচ্ছেন না।

বৈদেশিক মুদ্রার রিজার্ভ তলানিতে ঠেকে যাওয়ায় প্রয়োজনীয় ওষুধ আমদানিতে প্রভাব পড়েছে। এতে করে স্থানীয় ওষুধ প্রস্তুতকারীরা তাদের উৎপাদন কমিয়ে দিতে বাধ্য হয়েছে। আর একারণে চরম বিপাকে পড়েছেন রোগীরা।

প্রতিবেদনে বলা হয়েছে, ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের সংকটের কারণে হাসপাতালের চিকিৎসকরা অস্ত্রোপচার করতে পারছেন না।
পাকিস্তানের গণমাধ্যমের বরাত দিয়ে রিপোর্টে জানানো হয়েছে, হার্ট, ক্যান্সার ও কিডনির মতো সংবেদনশীল অস্ত্রোপচারের ক্ষেত্রে প্রয়োজনীয় চেতনানাশক ওষুধের দুই সপ্তাহেরও কম মজুত রয়েছে।

এমন পরিস্থিতিতে দেশটির হাসপাতালের অনেকে চাকরি হারাতে পারে। এতে পাকিস্তানের সাধারণ জনগণ আরও ভোগান্তিতে পড়তে পারেন।

দেশটির ওষুধ প্রস্তুতকারীরা এমন অবস্থার জন্য পাকিস্তানের আর্থিক ব্যবস্থাকে দায়ী করেছে। তারা জানিয়েছে, বাণিজ্যিক ব্যাংকগুলো আমদানির জন্য এলসি খুলছে না।

দেশটির ওষুধ উত্পাদন বেশিরভাগই আমদানি নির্ভর। প্রায় ৯৫ শতাংশ ওষুধের জন্য অন্যান্য দেশ থেকে দেশটির কাঁচামালের প্রয়োজন হয়।

সূত্র: আমাদের সময়
আইএ/ ২৬ ফেব্রুয়ারি ২০২৩

Back to top button