ভূমিকম্পে কেঁপে উঠলো গুজরাট
নয়াদিল্লি, ২৬ ফেব্রুয়ারি – একের পর এক ভূমিকম্পে কাঁপছে বিশ্বের বিভিন্ন অঞ্চল। ভারতের গুজরাটে আবারো ৪ দশমিক ৩মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। গত ১৫ দিনের মধ্যে পাঁচ বার কেঁপে উঠল আরব সাগরের তীরবর্তী এই রাজ্য।
ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিমোলজিক্যাল (এনসিএস) জানিয়েছে, রোববার বিকেল ৩টা ২১ মিনিট নাগাদ এই কম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৪.৩। কম্পনের উৎসস্থল ছিল রাজকোটের উত্তর এবং উত্তর-পশ্চিমে ভূপৃষ্ঠ থেকে ২৭০ কিলোমিটার গভীরে। তবে এই কম্পনে কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি।
একই দিনে আফগানিস্তানের ফৈজাবাদের ১১৭ কিলোমিটার দক্ষিণে বেশ কয়েক বার কম্পন অনুভূত হয়েছে। তার পরপরই গুজরাটে কম্পন অনুভূত হয়। শুধু গুজরাটই নয়, রোববার সকালে মহারাষ্ট্রের কোলাপুরেও কম্পন অনুভূত হয়েছে। সূত্র আনন্দবাজার
সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ২৬ ফেব্রুয়ারি ২০২৩