ঢাকা
রাজধানীর কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে
ঢাকা, ২৬ ফেব্রুয়ারি – রাজধানী বনানী কড়াইল বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। রোববার বিকেল সাড়ে ৫টার দিকে ফায়ার সার্ভিসের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
এর আগে এদিনে বিকেল সাড়ে ৪টায় সেখানে আগুন লাগে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ শুরু করে।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের সদরদপ্তরের মিডিয়া সেল কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বলেন, কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে আমাদের ৯টি ইউনিট কাজ করে।
তিনি বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ২৬ ফেব্রুয়ারি ২০২৩