ক্রিকেট

অবশেষে জয়ের দেখা পেল ঢাকা

ঢাকা, ০২ ডিসেম্বর- বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে অবশেষে জয়ের দেখা পেলো বেক্সিমকো ঢাকা। টি-টোয়েন্টিতে প্রথম বাংলাদেশি হিসেবে ৬০০০ রানের মাইলফলক স্পর্শ করার দিনে হেরেছে তামিমের ফরচুন বরিশাল। ৭ উইকেটে জিতেছে মুশফিক বাহিনী। টস হেরে আগে ব্যাট করে ৮ উইকেটে ১০৮ রান করে তামিমের বরিশাল। জবাবে, ব্যাট করতে নেমে ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ঢাকা।

১৯তম ওভারটা স্মরণীয় হয়ে থাকবে ঢাকার জন্য। মুশফিক ইয়াসির জুটিকে চাপে রাখতে অভিজ্ঞ তাসকিনকে পাঠান তামিম। তবে, হিসেবে হয়েছে ভুল। তা থেকে বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপে প্রথমবারের মত ফুল ফোটালো বেক্সিমকো ঢাকা। পেসার তাসকিনের এই ওভারে দুই ছক্কা হাঁকিয়ে দলকে স্বস্তির জয় উপহার দেয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ইয়াসির। হ্যাট্রিক হারের পর অবশেষে জয়ের মুখ দেখলো মুশফিকুর রহীমের দল।

এর আগে মুশফিক বনাম তামিমের লড়াইয়ে টস হেরে ব্যাটিংয়ে নামে ফরচুন বরিশাল। উদ্বোধনী জুটিতে ২৭ রান তোলেন তামিম ও সাইফ জুটি। ৯ রানে সাইফ হাসানকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলে এ জুটি ভাঙ্গেন রবিউল ইসলাম রবি। রবির পরের শিকার পারভেজ হোসেন ইমন। কোন রানই তুলতে পারেননি অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়ী দলের এই সদস্য। ইমনের পর ডাক মেরেছেন আফিফও। তার উইকেটও গেছে রবির ঝুলিতে।

তবে, রবির দৌরাত্মের ভিড়ে মাটি কামড়ে ছিলেন তামিম। ৩১ রান করে আউট হওয়ার আগে টি টোয়েন্টিতে প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ৬০০০ রানের মাইলফলক স্পর্শ করেন বরিশাল অধিনায়ক। সাহসী হাতে ব্যাট চালিয়েছেন তৌহিদ হৃদয়ও। তার ৩৩ রানের সঙ্গে, মিরাজ করেন ১২ রান। আর তাতেই কোনরকমে ৮ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১০৮ রান তোলে ফরচুন বরিশাল। ২০ রানে চার উইকেট নিয়েছেন রবি।

লক্ষ্য তাড়া করতে নেমে, ঢাকার শুরুটাও ভাল হয়নি। ১৩ রান করে এরপর রান আউটের ফাঁদে ধরা দেন নাঈম। বল হাতে আলো ছড়াতে ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন রবি। ২২ রান করে তার পথ ধরেন তানজিদ হাসানও। তবে, শেষটায় ইয়াসির ও মুশফিক জুটিকে কোনভাবেই আটকাতে পারেনি বরিশালের বোলাররা। জয় নিশ্চিত করেই মাঠ ছেড়েছে দুজন।

পয়েন্ট টেবিলে দুদলের সংগ্রহই ২ পয়েন্ট করে।

সূত্রঃ সময় নিউজ
আডি/ ০২ ডিসেম্বর

Back to top button