বলিউড

এ যেন অন্য করিশ্মা কপূর! ঘন ঘন ধূমপান, মদ্যপ অবস্থায় কথা বলেছেন, এমন ভোলবদল হল কী ভাবে?

মুম্বাই, ২৬ ফেব্রুয়ারি – একসময় ক্যারিয়ারের তুঙ্গে ছিলেন বলিউড নায়িকা কারিশমা কাপুর। তার ঝুলিতে রয়েছে বহু জনপ্রিয় সিনেমা। অনেক নায়িকার মতো খুব বেশি বিতর্কে জড়াননি এই নায়িকা।

তবে সম্প্রতি নিজেকে খোলনচলে বদলে ফেলেছেন কারিশমা। এখন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে অনুরাগীদের মাঝে কেন নিজেকে বদলালেন কাপুর।

তবে অনুরাগীদের মধ্যে মনে হতে পারে সত্যি কাপুর পাল্টে গেছেন। এ জল্পনার অবসান ঘটার জন্য কাপুর নিজেই স্বীকার করেছেন, কীভাবে নিজেকে বদলেছেন। তিনি জানিয়েছেন চরিত্রের প্রয়োজনে অভিনেতা-অভিনেত্রীদের কত কিছুই না করতে হয়। ঠিক তেমনটাই করতে হয়েছে আমাকে। আগামী ব্রাউন সিরিজে একটানা ধূমপান, মদ্যপানে আসক্ত এমনই চরিত্রে অভিনয় করতে হয়েছে। ফলে টানা ৪৫ দিন কলকাতায় থাকতে হয়েছে।

এ সিনেমাতে এক পুলিশ কর্মকর্তা চরিত্রে দেখা যাবে কারিশমাকে। নাম রিতা ব্রাউন। এত দিন যে ধরনের চরিত্রে দেখা গেছে তাকে, তার চেয়ে একেবারে ভিন্ন ধারার চরিত্র। বেশ কয়েক মাস ধরে প্রস্তুতিও নিতে হয়েছে তাকে।

অভিনেত্রী এক সাক্ষাৎকারে জানান, এই সিরিজে নিজেকে ভেঙেছেন। তিনি বাস্তবে যা, তার থেকে একেবারে বিপরীতধর্মী একটা চরিত্রে দেখা যাবে তাকে। রিতা ব্রাউনের চরিত্রটি করার সময়টা এক কথায় উপভোগ করেছেন অভিনেত্রী। আমি এই সিরিজের জন্য সিগারেট রোল করতে শিখেছি প্রথমবার।

এ অভিনেত্রী ছাড়াও এই সিরিজে একগুচ্ছ বাঙালি অভিনেতা-অভিনেত্রী আছেন। গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে যিশু সেনগুপ্তকে।

আইএ/ ২৬ ফেব্রুয়ারি ২০২৩

Back to top button