ইউরোপ

চীন সফরে যাচ্ছেন ম্যাক্রোঁ

প্যারিস, ২৬ ফেব্রুয়ারি – ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ বন্ধের প্রেক্ষাপট তৈরি করার উদ্দেশ্যে ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ চীন সফরে যাচ্ছেন এপ্রিলে।

শনিবার তিনি এ কথা জানিয়ে ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়ার ওপর চাপ সৃষ্টিতে বেইজিংয়ের প্রতি আহ্বান জানান। খবর এএফপি’র।

রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র হওয়া সত্ত্বেও চীন ইউক্রেন যুদ্ধের বিষয়ে একটা নিরপেক্ষ অবস্থান বজায় রাখতে চাইছে। শুক্রবার দেশটি যুদ্ধ বন্ধে ১২ দফা শান্তি প্রস্তাব উপস্থাপন করে এবং জরুরি শান্তি আলোচনা ও রাজনৈতিক সমাধানের আহ্বান জানায়।

চীনের শান্তি প্রস্তাব উপস্থাপনের পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাতের আশা ব্যক্ত করে বলেছেন, বিশ্ব শান্তির জন্যে এটি খুবই গুরুত্বপূর্ণ।

চীনের শান্তি প্রস্তাবের প্রসঙ্গ টেনে ম্যাক্রোঁ বলেন, শান্তি প্রক্রিয়ায় চীন যুক্ত হচেছ এটি ভালো বিষয়।

রুশ আগ্রাসন বন্ধ, সৈন্য প্রত্যাহার এবং ইউক্রেনের সার্বভৌমত্ব ও জনগণের প্রতি শ্রদ্ধাশীল হলে শান্তি স্থাপন সম্ভব বলে মনে করছেন তিনি।

উল্লেখ্য, চীনের শান্তি প্রস্তাবে যতো দ্রুত সম্ভব সরাসরি শান্তি আলোচনা পুনরায় শুরু করতে এবং রাশিয়া ও ইউক্রেনকে একইপথে চালিত করতে সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে।

যুদ্ধে পরমাণু অস্ত্রের ব্যবহারে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের হুমকির প্রেক্ষিতে শান্তি প্রস্তাবে স্পষ্টভাবে এর বিরোধিতা করা হয়। (বাসস)

সূত্র: একুশে টেলিভিশন
আইএ/ ২৬ ফেব্রুয়ারি ২০২৩

Back to top button