এক পৌরসভাতেই আওয়ামী লীগের ২৩ প্রার্থী!
ব্রাহ্মণবাড়িয়া, ০২ ডিসেম্বর- ব্রাহ্মণবাড়িয়া জেলার তিনটি পৌরসভার নির্বাচনের তফসিল ঘোষণা হবে শিগগিরই। এর মধ্যে রয়েছে ব্রাহ্মণবাড়িয়া, কসবা ও আখাউড়া পৌরসভা। দ্বিতীয় ধাপেই কসবা ও আখাউড়া পৌরসভাতে নির্বাচন হতে পারে। পরের ধাপে ব্রাহ্মণবাড়িয়া।
তবে এরই মধ্যে নির্বাচন কেন্দ্রীক জোরে শোরে প্রস্তুতি শুরু করেছে আওয়ামী লীগ। দলটির প্রার্থীরাও নেমে পড়েছেন মাঠে। সভা-সমাবেশ করার পাশাপাশি ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছেন। বুধবার বিকেলে মনোনয়ন ফরম বিক্রি শেষ করেছে দলটি।
তিন পৌর নির্বাচনের জন্য জেলায় মোট ফরম বিক্রি হয়েছে ৩৬টি। এদের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া পৌর সভায় ২৩ জন, কসবা পৌর সভায় পাঁচজন ও আখাউড়া পৌরসভায় আটজন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকারের কার্যালয় থেকে ফরম সংগ্রহ করেন। আগামীকাল ফরম জমা দেওয়ার শেষ দিন।
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার জন্য দলীয় মনোনয়ন ফরম কিনেছেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও বর্তমান মেয়র নায়ার কবির, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও সাবেক মেয়র মো. হেলাল উদ্দিন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি তাজ মোহাম্মদ ইয়াছিন, মো. হেলাল উদ্দিন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাহবুবুল আলম চৌধুরী খোকন, জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক সৈয়দ মো. মিজানুর রেজা, পৌর আওয়ামী লীগের সভাপতি হাজী মুসলিম মিয়া, সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট তাসলিমা সুলতানা খানম নিশাতসহ ২৩ জন।
এ ছাড়াও পৌর নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী জেলা যুবলীগের সভাপতি অ্যাডভোকেট শাহানুর ইসলাম, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও জেলা আওয়ামী লীগের সদস্য হাজি মাহমুদুল হক ভূঁইয়া, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সাবেক ভিপি হাসান সারোয়ার হাসান, জেলা আওয়ামী লীগের সদস্য জাহাঙ্গীর আলম, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য মেহেদি হাসান লেলিন, শহর ছাত্রলীগের সাবেক সভাপতি নাজিম উল্ল্যাহ নাজু, লন্ডন প্রবাসী আবুল ফাতেহ মেজবাহ উদ্দিন, জেলা যুবলীগের দপ্তর সম্পাদক সুমন রায় (রিটন রায়), শহর যুবলীগের আহবায়ক আমজাদ হোসেন রনি, শহর যুবলীগের সাধারণ সম্পাদক হুমায়ূন কবির চৌধুরী, পৌর আওয়ামী লীগের প্রচার সম্পাদক আহমেদুল কবির রাজিব, সাবেক ছাত্রলীগ নেতা আবেদুল হুদা, অ্যাডভোকেট নাজমুল হক রিটন ও খন্দকার মুরাদুল আবেদীন। গত দুইদিনে তারা ফরম সংগ্রহ করেন।
সূত্র: কালের কন্ঠ
আডি/ ০২ ডিসেম্বর