পশ্চিমবঙ্গে উন্নয়নে বাঙালিদের থেকে অবাঙালিদের অবদান বেশি: দিলীপ ঘোষ
কলকাতা, ০২ ডিসেম্বর- পশ্চিমবঙ্গের উন্নয়নে বাঙালিদের থেকে অবাঙালিদের অবদান বেশি বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গ বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। বুধবার এক রাজনৈতিক জনসংযোগ কর্মসূচিতে এই মন্তব্য করেন তিনি। তার এই মন্তব্য নিয়ে শুরু হয়েছে বিতর্ক।
তৃণমূল কংগ্রেস, সিপিআইএম এবং কংগ্রেস যেমন রাজনৈতিকভাবে দিলীপ ঘোষের এই বক্তব্যের বিরোধিতা করেছে, অন্যদিকে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতেও প্রবল সমালোচনার মুখে পড়েছেন তিনি।
বিজেপি নেতারা প্রতিদিন ভোরবেলা ‘চায়ে পে চর্চা’ নামে একটা রাজনৈতিক জনসংযোগ কর্মসূচি চালান। চা খেতে খেতে এলাকার মানুষের সঙ্গে কথা বলেন তারা। সেরকমই একটা কর্মসূচিতে দিলীপ ঘোষ বুধবার গিয়েছিলেন কলকাতার ক্যানিং স্ট্রিট অঞ্চলে। এলাকাটাতে মূলত হিন্দিভাষীরাই থাকেন। সেখানেই বক্তৃতা দেওয়ার সময়ে তিনি ইতিহাস উদ্ধৃত করে মন্তব্য করেন, ‘ব্রিটিশ আমল থেকেই বাংলায় কাজ করতে, ব্যবসা করতে এখানে মানুষ এসেছেন। চটকলগুলোতে বা গঙ্গার দু’পারে কলকারখানায় কাজ করতে মূলত অন্য প্রদেশের মানুষরাই এসেছেন। বাংলার যা উন্নয়ন হয়েছে, তাতে বাংলার বাইরের মানুষেরই অবদান বেশি। এরপর তিনি ব্যঙ্গ করে বলেন, ওইসব মানুষরা যদি বহিরাগত হয় – তাহলে কি শাহরুখ খান এখানকার?
ঘটনাচক্রে শাহরুখ খান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর খুবই ঘনিষ্ঠ, তিনি আবার রাজ্য সরকারের ব্র্যান্ড অ্যাম্বাসেডরও। পশ্চিমবঙ্গের প্রধান বিরোধী দলের রাজ্য সভাপতি -যারা আবার সামনের বছর ভোটে জয়লাভ করার জন্য কোমর বেঁধে নেমেছে – সে রকম একজনের কাছ থেকে এই মন্তব্য নিয়ে আলোচনা হচ্ছে ব্যাপক। তৃণমূল কংগ্রেস – সিপিআইএম এবং কংগ্রেস সব দলই সমালোচনা করছে দিলীপ ঘোষের মন্তব্যের।
তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য কল্যাণ ব্যানার্জী বলছিলেন, বিজেপির কাছে যিনি আদর্শ -সেই শ্যামাপ্রসাদ মুখার্জী তো বাঙালিই ছিলেন। তাদের কথায় এটা বাঙালি-অবাঙালিদের মধ্যে বিভাজন করার চেষ্টা করছে বিজেপি। আবার জাতীয় বাংলা সম্মেলন নামের একটি সংগঠন রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম বা সুভাষচন্দ্র বসুসহ হাজার হাজার স্বাধীনতা সংগ্রামীর ইতিহাস তুলে ধরে প্রশ্ন করছে যে এদের কি বাংলার উন্নয়নে কোনও অবদান নেই!
সংগঠনটির এক নেত্রী তন্বী দাস বলছিলেন, বাইরে থেকে যারা এখানে এসেছেন, তাদের বেশিরভাগই রোজগার করতে এসেছেন। কেউ ব্যবসা করেছেন, কেউ কায়িক শ্রম দিয়ে আয় করেছেন। কিন্তু তাতে বাংলার উন্নয়নে কোনো অবদান তারা রেখেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতেও ব্যাপক সমালোচনা হচ্ছে দিলীপ ঘোষের মন্তব্য নিয়ে। দিলীপ ঘোষ মাঝেমধ্যেই নানা ধরনের বিতর্কিত মন্তব্য করে থাকেন। কিন্তু বিশ্লেষকদের মতে, এই মন্তব্যটা কিছুটা হিসাব করেই করা হয়েছে। কারণ বহিরাগত এবং স্থানীয় রাজনীতিবিদ এ নিয়ে একটা বিতর্ক চলছেই যখন থেকে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব পশ্চিমবঙ্গে ভোট সামলানোর মূল দায়িত্বে অন্য প্রদেশ থেকে নেতাদের নিয়ে এসেছেন।
তৃণমূল কংগ্রেস বারবার করেই বলছে, বিজেপি এমনই একটা দল যে গোটা রাজ্যে ভোট সামলানোর নেতা নেই… বহিরাগতদের নিয়ে আসতে হয়। দিলীপ ঘোষও বুধবার তার ওই বিতর্কিত মন্তব্যে সেটারও জবাব দিয়েছেন। তিনি বলেন, তৃণমূল কংগ্রেস যে ভোট কুশলীকে নিয়ে এসেছে, প্রশান্ত কিশোর – তিনিও তো বিহারের লোক। তবে বিজেপির এক নেতা বলছিলেন, শুনতে হয়তো খারাপ লাগবে, এটাই বাস্তব যে দু-একজন মুখ্যমন্ত্রী বাদে পশ্চিমবঙ্গের উন্নয়নের জন্য কোনো বাঙালি নেতা কিছুই করেননি।
সূত্র: বিবিসি বাংলা
আডি/ ০২ ডিসেম্বর