টেকনাফে ৪ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প, ভবনে ফাটল
টেকনাফ, ২৫ ফেব্রুয়ারি – কক্সবাজারে ভূমিকম্প অনুভূত হয়েছে। এ সময় টেকনাফের বিভিন্ন স্থানে সরকারি কার্যালয়ে ফাটল দেখা দিয়েছে।
শনিবার (২৫ ফেব্রুয়ারি) বিকেল ৪টা ৩৯ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়। এ সময় কোন হতাহতের সংবাদ পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান, শনিবার বিকেলে ফেসবুকে টেকনাফ উপজেলা মৎস্য কেন্দ্রের কার্যালয়ে ফাটলের বেশকিছু ছবি ছড়িয়ে পড়েছে। এ ছাড়া আরও কয়েকটি বাড়ি ঘরে ফাটলের সংবাদ পাওয়া গেছে।
টেকনাফ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, ‘শনিবার বিকেলে ভূ-কম্পন অনুভূত হওয়ায় তাড়াতাড়ি অফিস থেকে বের হয়ে যাই। পরে এসে দেখি অফিসের কয়েকটি জায়গায় ফাটল দেখা দিয়েছে।’
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সেরভ টেকনাফ স্টেশনের কর্মকর্তা মুকুল কুমার নাথ জানান, ‘শনিবার বিকেলে টেকনাফে বিভিন্ন জায়গায় ভূমিকম্পের ঝাঁকুনির সংবাদ এসেছে। আমাদের কাছে ক্ষয়ক্ষতির সংবাদ এখনও আসেনি।’
আবহাওয়া অধিদপ্তর কক্সবাজার আঞ্চলিক কার্যালয়ের সহকারী আবহাওয়াবিদ আব্দুর রহমান বলেন, শনিবার বিকেল ৪টা ৩৯ মিনিটে ৪ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পের উৎপত্তি মিয়ানমারের অভ্যন্তরে ২০ দশমিক ৯০ অক্ষাংশ এবং ৯২ দশমিক ৩৩ দ্রাঘিমাংশে। এর উৎপত্তিস্থল ঢাকা থেকে ৩৭৭ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পূর্বে অবস্থিত।
সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ২৫ ফেব্রুয়ারি ২০২৩