বিএনপিও পাকিস্তানের মতো দেউলিয়া হয়ে গেছে
গোপালগঞ্জ, ২৫ ফেব্রুয়ারি – পাকিস্তান যেমন দেউলিয়া হয়েছে, বিএনপিও তেমন রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম।
শনিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে গোপালগঞ্জের কোটালীপাড়ায় উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় তিনি এ কথা বলেন।
শেখ সেলিম বলেন, ‘বিএনপি বলেছিল যে বাংলাদেশ নাকি শ্রীলঙ্কা হয়ে যাবে। অথচ তাদের প্রিয় পাকিস্তান এখন দেউলিয়া হয়ে গেছে। এখন বিএনপিও রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে। কিন্তু তাদেরকে সাহায্য করার জন্য কেউ আসবে না। নির্বাচনে গেলে জামানতও থাকবে না তাদের।’
তত্ত্বাধায়ক সরকার আর কোনোদিন হতে পারে না মন্তব্য করে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘এটা সংবিধানবিরোধী। যুক্তরাষ্ট্র, কানাডা, ভারতসহ অন্যান্য দেশের মতোই এ দেশে নির্বাচন হবে। যতই ষড়যন্ত্র করুক না কেনো কোনো কাজ হবে না।’
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য বলেন, ‘খালেদা জিয়া এতিমের সম্পদ মেরে খেয়েছেন। তারেক রহমান তার বাবার চেয়েও খারাপ। তিনি কোনোদিনই ভালো হবেন না। তিনি আর দেশে আসবেন না। কারণ দেশে আসলে তাকে জেলে যেতে হবে। সেটা তারেক রহমান জানেন। কিন্তু লন্ডনে বসে ষড়যন্ত্র করতে পারেন। খালেদা জিয়া কোনোদিন নির্বাচন করতে পারবেন না। তারেকও কোনোদিন নির্বাচন করতে পারবেন না। সাজাপ্রাপ্ত আসামি নির্বাচন করতে পারে না।’
তিন বলেন, ‘বিএনপি বলছে তত্ত্ববধায়ক ছাড়া তারা নির্বাচনে আসবেন না। কীভাবে আসবেন? দলটিকে নির্বাচনে আসতে দেবেন না খালেদা জিয়া ও তারেক রহমান। কারণ বিএনপি নির্বাচনে আসলে ২০ থেকে ২৫টা আসন পাবে। তখন দণ্ডিত খালেদা ও তারেকের বাইরে অন্য কাউকে সংসদীয় দলের নেতা করতে হবে বিএনপির। কিন্তু সেই বিকল্প নেতা চায় না বলেই বিএনপিকে নির্বাচনে আসতে দেবেন না তারা।’
তিনি আরও বলেন, ‘বিএনপি শুধু লাফায়। এই তারেক আসছেন, খালেদা আসছেন, শেখ হসিনাকে ক্ষমতাচ্যূত করে দেবে… এই সব! ১০ জানুয়ারি বিএনপির উদ্দেশ্য ছিল খারাপ। তারা অগ্নিসন্ত্রাস ও লুটপাটের চেষ্টা করেছিল। কিন্তু পুলিশ পাল্টা ব্যবস্থা নেয়ায় তাদের পুরো পরিকল্পনা ভেস্তে যায়। তারা বিএনপি কার্যালয়ের সামনেই সভা করবে বলেছিলেন। কিন্তু পরেননি। পরে গরুর হাটে সভা করেছিলেন। এরপর ছাগলের হাটে সভা করতে হবে। তারা জনগণের সামনে সভা করে ষড়যন্ত্র করতে পারবে না।’
আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘বঙ্গবন্ধু বলেছিলেন, একটি রাজনৈতিক দলে ৪টি জিনিস দরকার। সেগুলো হলো- নেতা, আদর্শ, কর্মী ও সংগঠন। এগুলো যদি থাকে, তবে সেই দল যেকোনো উদ্দেশ্য হাসিল করতে পারবে। এর সবগুলোই আমাদের আছে। আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থাকলে ১০০ বছরেও আর কেউ ক্ষমতায় আসতে পারবে না। তাই নিজেদের মধ্যে ভুল বুঝাবুঝি দূর করতে হবে।। অপশক্তিকে উৎখাত করতে হবে।’
সূত্র: সময় টিভি
আইএ/ ২৫ ফেব্রুয়ারি ২০২৩