কক্সবাজার

৪ দশমিক ১০ মাত্রায় ভূমিকম্পে কাঁপলো কক্সবাজার

কক্সবাজার, ২৫ ফেব্রুয়ারি – ছুটির দিনের বিকেলে ভূমিকম্পে কেঁপে উঠল পর্যটন শহর কক্সবাজার। ৪ দশমিক ১০ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।

শনিবার বিকাল ৪টা ৩৯ মিনিটে এই ভূ-কম্পন অনুভূত হয়েছে বলে আবহাওয়া অধিদপ্তর কক্সবাজার আঞ্চলিক কার্যালয়ের সহকারী আবহাওয়াবিদ আব্দুর রহমান জানান।

তিনি বলেন, মিয়ানমারের অভ্যন্তরে ২০ দশমিক ৯০ অক্ষাংশ এবং ৯২ দশমিক ৩৩ দ্রাঘিমাংশে ভূ-কম্পনটির উৎপত্তি হয়েছে। ভূমিকম্পের উৎপত্তিস্থল ঢাকা থেকে ৩৭৭ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পূর্বে অবস্থিত। এর ফলে ৪ দশমিক ১০ মাত্রার কম্পন অনুভূত হয়েছে কক্সবাজারে।

তবে ভূমিকম্পের কারণে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ২৫ ফেব্রুয়ারি ২০২৩

Back to top button